ওসি বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে একান্নপুর (বাগান বাড়ি বাজার) থেকে বাড়ি ফিরছিলেন রাব্বী। পথে মালগাঁও মসজিদ সংলগ্ন ব্রিজ এলাকায় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার হাজীপুর ইউনিয়নের মালগাঁও গ্রামে রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
২২ বছর বয়সী ফজলে রাব্বী ভেবড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিৎ করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে একান্নপুর (বাগান বাড়ি বাজার) থেকে বাড়ি ফিরছিলেন রাব্বী। পথে মালগাঁও মসজিদ সংলগ্ন ব্রিজ এলাকায় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।