দিনাজপুরে বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন দুজন। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর সদর উপজেলার রামনগর মাঝাডাঙ্গা গ্রামে এবং বিরল উপজেলার গফরাইল গ্রামে শনিবার বিকেলে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃত দুজন হলেন রামনগর মাঝাডাঙ্গা গ্রামের বুলবুল হোসেন এবং গফরাইল গ্রামের রবিউল ইসলামের ১২ বছরের ছেলে সুজ্জাত।
গুরুতর আহত দুজন হলেন রামনগর মাঝাডাঙ্গা গ্রামের মো. জামাল ও একই গ্রামের নাঈম।
চেহেলগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পাভেল ইমরান জানান, বিকেলে আলুক্ষেতে কাজ করছিলেন বুলবুলসহ কয়েকজন। ওই সময় বৃষ্টি শুরু হলে বুলবুল ক্ষেতের পাশে একটি গাছতলায় আশ্রয় নেন। সেই গাছে বজ্রপাতে ঘটনাস্থলেই বুলবুলের মৃত্যু হয়।
স্থানীয়রা পরে সেখানে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা দুজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রাজারামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জামিল উদ্দীন জানান, বিকেলে বাবা রবিউলের সঙ্গে আলুক্ষেতে কাজ করছিল সুজ্জাত। ওই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাবা রবিউল সামান্য আহত হয়েছেন।