বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফুটবল খেলার সময় বজ্রাঘাতে কিশোরের ‍মৃত্যু

  •    
  • ১৬ অক্টোবর, ২০২১ ০৯:৪৩

মো. জানে আলম বলেন, ‘শুক্রবার বিকেলে গলাকাটা ঘাটের সৈকতে দুই দলে ভাগ হয়ে ফুটবল ম্যাচ খেলছিল তারা। ওই সময় হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। তখনই বজ্রঘাতে ফোরকানসহ ৬ জন আহত হয়।’

চট্টগ্রামের আনোয়ারায় বজ্রাঘাতে ফোরকান নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

উপজেলার রায়পুর ইউনিয়নের গলাকাটা ঘাট এলাকায় শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন আরও ৫ জন। সমুদ্রসৈকতে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে আহত হয় তারা।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জানে আলম।

আহতদের গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

নিহত ফোরকানের বাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী হাট এলাকায়।

মো. জানে আলম বলেন, ‘শুক্রবার বিকেলে গলাকাটা ঘাটের সৈকতে দুই দলে ভাগ হয়ে ফুটবল ম্যাচ খেলছিল তারা। ওই সময় হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। তখনই বজ্রঘাতে ফোরকানসহ ৬ জন আহত হয়। ঘটনাস্থল থেকে ফোরকানকে উদ্ধার করে আনোয়ারা হলি হেলথ ক্লিনিক এবং বাকি পাঁচজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।’

ফোরকানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা হলি হেলথ ক্লিনিকের চিকিৎসক শাহরিয়ার উদ্দিন।

তিনি বলেন, ‘হাসপাতালে আনার আগেই মারা যায় ফোরকান। অন্যদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, ‘বজ্রঘাতে আহত পাঁচজনকে রাতে হাসপাতালে আনা হয়েছে।’

এ বিভাগের আরো খবর