বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএফআইইউ’র প্রধান খুঁজছে সরকার

  •    
  • ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:১৮

বিএফআইইউ সরকারের একটি সংস্থা। মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধে কাজ করে সংস্থাটি। সন্দেহজনক যেকোনো ধরনের লেনদেন, মুদ্রা পাচার, সন্ত্রাসে অর্থায়ন–সংক্রান্ত তথ্য সংগ্রহ করা এ সংস্থার প্রধান কাজ।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে সরকারের অর্থ বা আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত কার্যক্রমে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ প্রশাসনিক কাজে ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

বর্তমানে বিএফআইইউর প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান। ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর তাকে এই ইউনিটের প্রথম প্রধান কর্মকর্তা হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ দিয়েছিল সরকার।

ওই নিয়োগে বলা হয়েছিল, ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ অনুযায়ী রাজী হাসানের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৬৫ বছর পর্যন্ত অর্থাৎ ২০২১ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

সে অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হবে।

‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ এর ক্ষমতা ও কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গঠন করে সরকার।

এই ইউনিটের প্রধান কর্মকর্তার কাজ হচ্ছে, তিনি যাবতীয় প্রশাসনিক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অনুমোদন নেবেন। প্রধান কর্মকর্তা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা, নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে সরকারের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

আবেদনের যোগ্যতা ও শর্ত

>> কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশি নাগরিক হতে হবে।

>> সরকারের অর্থ বা আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত কার্যক্রমে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ প্রশসনিক কাজে মোট ২০ বছরের অভিজ্ঞতা বা বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

>> মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমে যাদের ৩ বছরের অভিজ্ঞাতা আছে তাদের অগ্রাধিকার দেয়া হবে।

>> ১ ডিসেম্বর ২০২১ তারিখে আবেদনকারীর বয়স ৬২ বছর বা তার কম হতে হবে।

>> সরকার নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে নির্ধারিত মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। সন্তোষজনক চাকরির ভিত্তিতে মেয়াদ শেষে চাকরির মেয়াদ বৃদ্ধি করা যাবে। তবে, বয়স ৬৫ বছর পেরলে চাকরিতে নিয়োজিত রাখা হবে না।

বিএফআইইউ সরকারের একটি সংস্থা। মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধে কাজ করে সংস্থাটি। সন্দেহজনক যেকোনো ধরনের লেনদেন, মুদ্রা পাচার, সন্ত্রাসে অর্থায়ন–সংক্রান্ত তথ্য সংগ্রহ করা এ সংস্থার প্রধান কাজ।

এ বিভাগের আরো খবর