দেশের খ্যাতিমান প্রকাশক ও শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠাতা, ‘ইমেরিটাস প্রকাশক’ খ্যাত মহিউদ্দিন আহমেদের মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১২টা ৫৯ মিনিটে মৃত্যু হয় ৭৭ বছর বয়সী এ প্রকাশকের।
এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তার মেয়ে মাহরুখ মহিউদ্দিন।
মঙ্গলবার জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে।
মাহরুখ মহিউদ্দিন তার স্ট্যাটাসে জানান, মহিউদ্দিন আহমেদ প্রায় ২০ বছর ধরে মস্তিষ্কের রোগ পারকিনসনসে ভুগছিলেন। কিছুদিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে সেরেও ওঠেন।
মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৯৮১ সাল থেকে মোট ১৬ বার ইউপিএল ‘ন্যাশনাল বুক সেন্টার’ পুরস্কার পায়।
অ্যারিজোনার বেনসনে অবস্থিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি’র আন্তর্জাতিক কার্যালয় থেকে ১৯৮৮ সালে তাকে ‘পাবলিশিং ম্যানেজমেন্ট’ (প্রকাশনা ব্যবস্থাপনা) বিষয়ে ‘কালচারাল ডক্টরেট’ ডিগ্রি দেওয়া হয়।
মহিউদ্দিন আহমেদকে ২০১৪ সালে ‘ইমেরিটাস প্রকাশক’ সম্মাননা দেয় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
প্রধানমন্ত্রীর শোক
এক শোকবার্তায় মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।