২০১১ সালের ১৩ আগস্ট চিত্রগ্রাহক মিশুক মুনীর এবং আরও তিন সহকর্মীসহ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সময়ের সবচেয়ে মেধাবী নির্মাতা এবং চলচ্চিত্রের ফেরিওয়ালা তারেক মাসুদ। এ বছর তাকে হারানোর এক দশক পূর্ণ হচ্ছে।
নির্মাতা হিসেবে তারেক মাসুদের জীবন ও কর্ম, চিন্তা ও দর্শন, স্বপ্ন ও অসমাপ্ত কাজগুলো নিয়ে তার শেষ চার বছর সময়ের কর্ম ও স্বপ্নসহযোগী তরুণ নির্মাতা প্রসূন রহমান লিখেছেন অনেক কিছু, অনেকবার।
তারেক মাসুদের ১০ম মৃত্যুবার্ষিকীতে, সেখান থেকে নির্বাচিত কিছু লেখা, বিশেষ কলাম, স্মরণ আলোচনা, একটি বিশেষ সাক্ষাৎকার ও একটি স্মারক বক্তৃতার সংকলন নিয়ে ১৩ আগস্ট প্রকাশিত হচ্ছে একটি বিশেষ প্রকাশনা। শিরোনাম- ‘তারেক মাসুদ ও তাঁর স্বপ্নসংক্রান্ত’।
সঙ্গে তারেক মাসুদের সহধর্মিণী ও সহযোদ্ধা ক্যাথরিন মাসুদকে নিয়েও একটি বিশেষ লেখা থাকছে বইটিতে। বইটির প্রকাশক চন্দ্রবিন্দু। প্রচ্ছদ করেছেন- রাসেল আহমেদ রনি।
বইটি উৎসর্গ করা হয়েছে তারেক ও ক্যাথরিন মাসুদের একমাত্র সন্তান নিষাদ মাসুদকে।
‘তারেক মাসুদ ও তাঁর স্বপ্নসংক্রান্ত’ বইয়ের লেখক চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান। ছবি: সংগৃহীত
প্রসূন রহমান বলেন, “তারেক মাসুদ বলতেন- সংস্কৃতির অগ্রযাত্রা হচ্ছে রিলে রেসের মতো। এক প্রজন্ম আরেক প্রজন্মের কাছে হস্তান্তর করে যায়। ‘তারেক মাসুদ ও তাঁর স্বপ্নসংক্রান্ত’ বইটি তার চিন্তা ও দর্শন, স্বপ্ন ও পরিকল্পনাসহ সাংস্কৃতিক অভিযাত্রারই ধারাবাহিকতা বহন করে। যা হয়তো পরবর্তী প্রজন্মের কাছে যোগাযোগের সেতু হয়ে সে আলোর বার্তাটি পৌঁছে দেবে।’