বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রুদ্রর ‘আকাশের ঠিকানায় চিঠি লেখার’ ৩০ বছর

  •    
  • ২১ জুন, ২০২১ ১৫:০৩

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে কলম ধরেছিলেন। একই সঙ্গে তার কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের বন্দনা।

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ।

দিনটি উপলক্ষে কবির গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলার মিঠাখালিতে সোমবার সকালে তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেছে রুদ্র স্মৃতি সংসদের সদস্যরা। পরে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে মারা যান। অকাল প্রয়াত এই কবি অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে কলম ধরেছিলেন। একই সঙ্গে তার কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের বন্দরা।

১৯৫৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ৩৫ বছরের জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং অর্ধশতাধিক গান রচনা ও সুর করেছেন।

এর মধ্যে ‘ভালো আছি ভালো থেকো’ এ গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন।

দেশ ও জাতির সংকটে রুদ্রের কবিতা হয়ে ওঠেছে তারুণ্যের তীপ্ত হাতিয়ার। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এ বিভাগের আরো খবর