বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার উর্দু সিরিয়ালে পাওয়া গেল বাংলা লোকগান

  •    
  • ৯ জুন, ২০২১ ১৭:৩০

নতুন ভিডিওটিতে দেখা যায়, সিরিয়ালের অভিনেত্রী বৃষ্টিতে ভিজছেন এবং ‘পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই’ গানটির সঙ্গে নৃত্য করছেন।

এবার নেট দুনিয়ায় পাওয়া উর্দু সিরিয়ালের এক ভিডিওতে পাওয়া গেল বাংলা লোকগানের ব্যবহার। টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন আদিল হুসেন নামের এক টু্ইটার ব্যবহারকারী।

উর্দু সিরিয়ালটির নাম সাঙ্গ ই মার মার। সিরিয়ালের একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে ‘পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।’

দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল আলিম গেয়েছিলেন গানটি। তবে উর্দু সিরিয়ালে গানটি শোনা গেছে নারী কণ্ঠে। কণ্ঠশিল্পীর নাম জানা যায়নি।

সাঙ্গ ই মার মার সিরিয়ালটি পাকিস্তানের হাম টিভিতে প্রচার হয়েছে। সিরিয়ালটি শুরু হয় ২০১৬ সালের ১ সেপ্টেম্বরে এবং শেষ হয় ২০১৭ সালের ৯ মার্চে।

সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় টিভি সিরিয়ালে গাওয়া একটি রবীন্দ্রসংগীতের ভিডিও ভাইরাল হয় ভারত ও বাংলাদেশে। তাতে দেখা যায়, সিরিয়ালের এক নারী চরিত্র ড্রইং রুমে বন্ধুদের সামনে গাইছেন ‘আমার পরান যাহা চায়, তুমি তাই, তাই গো’ শিরোনামের রবীন্দ্রসংগীত।

এই ভিডিওটিও অনলাইনে প্রকাশের প্রায় ছমাস পর ভাইরাল হয়। আদিল হুসেনের শেয়ার করা নতুন লোকগানের ভিডিওটি ইউটিউবে প্রকাশ পেয়েছে চলতি বছরের মে মাসের ১৮ তারিখে।

নতুন ভিডিওটিতে দেখা যায়, সিরিয়ালের অভিনেত্রী বৃষ্টিতে ভিজছেন এবং ‘পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই’ গানটির সঙ্গে নৃত্য করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে সন্দেহ রেখে জানিয়েছে, এটা কি বাংলাদেশি দর্শক টানার কৌশল? বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সুদ্ধের ইতিহাস রয়েছে। সেই পাকিস্তানের দুটি সিরিয়ালে ব্যবাহার করা হলো বাংলা গান! বাংলা ভাষাভাষি মানুষের আপ্লুত হওয়ার ঘটনা দেখে নেটিজেনরাও তেমন সন্দেহ করছেন। ভিন্ন মতও রয়েছে অনেকের।

আদিল হুসেনের সেই টুইটের মন্তব্যের ঘরেই কয়েকজন জানিয়েছেন, বাংলাদেশি দর্শকদের পাক ধারাবাহিকের দিকে নজর টানার জন্যই এই কৌশল।

সাঙ্গ ই মার মার ধারাবাহিকটি বেশ পুরনো। সে ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি দর্শক টানার তেমন কোনো সম্ভবনা নেই- এ কথাও জানয়েছেন নেটিজেনরা।

এ বিভাগের আরো খবর