বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘রবি’কে নজরুল নাতনির ‘ধিক’

  •    
  • ২৮ মে, ২০২১ ১৪:৪১

কবি নজরুলকে শ্রদ্ধা জানাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যুবক বয়সের ছবি ব্যবহারের অভিযোগ এনে খিলখিল কাজী লেখেন, ‘যারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে চেনে না, তাদের এই দেশে থাকার অধিকার নেই। ধিক ধিক ধিক রবিকে।’

বেসরকারি মোবাইল অপারেটর রবির প্রতি ফেসবুকে ক্ষোভ ঝেড়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী।

তার অভিযোগ, রবির ফেসবুক পেজে কবির জন্মদিনে যে পোস্ট করা হয়েছে, তাতে ব্যবহার করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তরুণ বয়সের একটি ছবি।

ফেসবুক লেখনীতে সেই পোস্টের একটি স্ক্রিনশটও দিয়েছেন, যদিও সেই পোস্টটি রবির ফেসবুক পেজে পাওয়া যায়নি।

অভিযোগ উঠেছে, পোস্টটি সমালোচনার মুখে ডিলিট করে দেয়া হয়েছে। তবে এ বিষয়ে রবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনও আসেনি।

বিষয়টি নিয়ে রবির একজন কর্মকর্তার সঙ্গে কথাও হয়েছে নিউজবাংলার। তিনি নাম প্রকাশ না করার অনুরোধ করে লিংক চেয়েছেন। বলেছেন, লিংক দেখে ব্যবস্থা নেবেন।

কবির নাতনি যা বলেছেন

খিলখিল কাজী বৃহস্পতিবার রাতে ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছেন। তিনি লিখেন, ‘যারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে চেনে না, তাদের এই দেশে থাকার অধিকার নেই। ধিক ধিক ধিক রবিকে।’

তিনি আরও লেখেন, ‘কবি কাজী নজরুল ইসলাম এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর- দুই কবিকেই অপমান করা হলো। আমরা পরিবারের পক্ষ থেকে আইনের ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।’

স্ট্যাটাসের সঙ্গে খিলখিল কাজী যে ছবিটি শেয়ার করেছেন, সেই ছবি দেখে বোঝা যাচ্ছে যে, এটি রবির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করা। ভাইরাল হওয়া স্ক্রিনশটটি যখন নেয়া হয়েছে, তার ৬ ঘণ্টা আগে পোস্টারটি পোস্ট করা হয়েছে।

পোস্ট করা পোস্টারের ওপরের দিকের ডান কোনায় রবির লোগো। তার নিচে রবীন্দ্রনাথের তরুণ বয়সের ছবি। ছবির বাঁ পাশে লেখা, ‘মোর কথাগুলি বুকের মাঝারে পথ খুঁজে নাহি পায়।’

এই লেখার নিচে কবিকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, প্রিয় কবিকে বিনম্র শ্রদ্ধায় জানাই জন্মদিনের শুভেচ্ছা।’

রবির ফেসবুক পেজে নেই সেই পোস্ট

খিলখিল কাজীর সেই পোস্টটি রবির ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে পাওয়া যায়নি।

বিষয়টি জানতে রবির মিডিয়া রিলেশন কর্মকর্তা আশরাফুল ইসলামের সঙ্গে কথা হয় নিউজবাংলার। তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক রবির এক কর্মকর্তা বলেন, ‘ফেসবুকের সব পোস্টে লিংক তৈরি হয়। যে পোস্ট নিয়ে বিতর্ক চলছে, সেটারও একটি লিংক তৈরি হওয়ার কথা। সেই লিংকে ক্লিক করলে রবির পেজে নির্দিষ্ট ওই পোস্টে চলে যাবে। আর যদি রবি সেটা ডিলিটও করে দেয়, লিংকে ক্লিক করলে দেখা যাবে যে, পোস্টটি ডিলিট করা হয়েছে।’

নিউজবাংলার পক্ষ থেকে খিলখিল কাজীর শেয়ার করা পোস্টার ও স্ট্যাটাসের লিংক রবির মিডিয়া রিলেশন কর্মকর্তা আশরাফুল ইসলামকে মোবাইলের মেসেজ অপশনের মাধ্যমে পাঠানো হয়েছে। জানতে চাওয়া হয়েছে তাদের বক্তব্য।

পোস্টারটি অন্য কেউ বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে, নাকি রবির ভুল, সে বিষয়ে মোবাইল ফোন অপারেটরটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর