রাশিয়ার রাজধানী মস্কোর সবচেয়ে পুরোনো সিনেমা হল খুদোজেস্তেভেনি। ১৯০৯ সালে যাত্রা শুরু করা এই সিনেমা হলে প্রায়ই আসতেন বিশ্বসাহিত্যের অন্যতম ঔপন্যাসিক লিও তলস্তয়। ১৯২৬ সালে বিশ্ব চলচ্চিত্রের সর্বাধিক আলোচিত সিনেমাগুলোর একটি ‘ব্যাটলশিপ পটেমকিনের’ প্রথম প্রদর্শনীও হয়েছিল এই সিনেমা হলে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি গার্ডিয়ান জানিয়েছে, সাত বছরের সংস্কারকাজের পর নতুন রূপে খুলে দেয়া হয়েছে সিনেমা হলটি ।
করোনাভাইরাস মহামারিতে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময়ে এমন উদ্যোগের বিষয়ে জানতে চাইলে খুদোজেস্তেভেনির মালিক আলেক্সান্দার মামুত বলেন, ‘মানুষ মহামারির কারণে তৈরি হওয়া নিঃসঙ্গ পরিস্থিতিতে বাঁচতে চায় না। বিধিনিষেধ তুলে নিলেই তারা আবার সিনেমা হলে ফিরতে শুরু করবে।’
তিনি জানান, সংস্কারকাজে খরচ হয়েছে প্রায় তিন কোটি ডলার।
সংস্কারের পর ৪৭৪ আসনের সিনেমা হলটিতে রেস্টুরেন্টের সঙ্গে একটি পাঠাগারও যুক্ত করা হয়েছে।
সিনেমা নিয়ে নিজের ভালোবাসার কথা জানাতে গিয়ে আলেক্সান্দার মামুত বলেন, ‘আমার বয়স ৬০ পেরিয়েছে। জীবনকে খুব ভালোভাবে দেখা আছে আমার। আমি সিনেমার জন্য উৎসর্গিত।‘