শুধু সিংহাসনের উত্তরাধিকারী হয়ে সমাজকল্যাণ আর বিলাসবহুল জীবনযাপনেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি দেশ-বিদেশের রাজপরিবারের সদস্যরা। সাহিত্যেও নাম লিখিয়েছেন অনেকে।
এদের বেশির ভাগই অবশ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্রিটিশ রাজপরিবারের সদস্য।
এমন কয়েকজন লেখককে নিয়েই এ নিবন্ধ।
প্রিন্স চার্লস
শিল্প, স্থাপত্য, বাগান করা ও পরিবেশবিষয়ক বেশ কয়েকটি বই লিখেছেন ব্রিটিশ সিংহাসনের উত্তরসূরি প্রিন্স চার্লস। এগুলোর মধ্যে আছে ‘হাইগ্রোভ: অ্যান ইংলিশ কান্ট্রি গার্ডেন’, ‘দ্য প্রিন্সেস স্পিচ: অন দ্য ফিউচার অফ ফুড’, ‘ক্লাইমেট চেঞ্জ’ ইত্যাদি। শিশুদের জন্য লেখা তার বই ‘দ্য ওল্ড ম্যান অফ লোচনাগার’ প্রকাশিত হয় ১৯৮০ সালে।
মহারানি গায়ত্রী দেবী
ভারতের কুচবিহারের মহারাজার কন্যা ও জয়পুরের মহারাজার স্ত্রী মহারানি গায়ত্রী দেবী তার সময়ের অন্যতম রূপসী নারী হিসেবে সুপরিচিত। ১৯৯৫ সালে প্রকাশিত তার বইয়ের নাম ‘আ প্রিন্সেস রিমেম্বার্স: মেময়ার্স অফ দ্য মহারানি অফ জয়পুর’।
কেট মিডলটন
ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ ডাচেস অফ ক্যামব্রিজ কেট মিডলটনের লেখা প্রথম বই ‘হোল্ড স্টিল: আ পোট্রেট অফ আওয়ার ন্যাশন ইন ২০২০’। বইটিতে ১০০টি ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারির সময়ের জীবনযাপন।
মেগান মার্কেল
ব্রিটিশ রাজপরিবারের আরেক পুত্রবধূ ডাচেস অফ সাসেক্স ও প্রখ্যাত সাবেক হলিউড অভিনেত্রী মেগান মার্কেল শিশুদের জন্য একটি বই লিখেছেন। ‘দ্য বেঞ্চ’ নামের বইটি প্রকাশিত হবে আসছে জুন মাসে। একজন মায়ের দৃষ্টিতে বাবা-ছেলের সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে বইটিতে।
ড. করন সিং
জম্মু-কাশ্মীরের মহারাজা হরি সিং ও মহারানি তারা দেবীর উত্তরসূরি ড. করন সিং প্রায় ২০টি বই লিখেছেন। ‘পপুলেশন, পোভার্টি অ্যান্ড দ্য ফিউচার অফ ইন্ডিয়া’, ‘হিউম্যানিটি অ্যাট দ্য ক্রসরোডস’, ‘অ্যান এক্সামিনড লাইফ: এসেজ অ্যান্ড রিফ্লেকশন’ ইত্যাদি তার লেখা বইয়ের কয়েকটি।
রানি রানিয়া
জর্ডানের রানী রানিয়াও লিখেছেন একাধিক বই। ২০০০ সালে ‘দ্য কিংস গিফট’, ২০০৮ সালে ‘এটার্নাল বিউটি’, ২০১০ সালে ‘দ্য স্যান্ডউইচ সোয়াপ’ নিউইয়র্ক টাইমসের জরিপে সর্বাধিক বিক্রীত বই ছিল।
প্রিন্সেস ম্যাডেলিন
‘স্টেলা অ্যান্ড দ্য সিক্রেট’ বইয়ের সহলেখক সুইডেনের রাজকন্যা ম্যাডেলিন। শিশুদের ওপর যৌন সহিংসতা নিয়ে লেখা বইটি প্রকাশিত হয় ২০১৯ সালে।
প্রিন্স ফিলিপ
রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রয়াত প্রিন্স ফিলিপ ডিউক অফ এডিনবরা জীবদ্দশায় বেশ কয়েকটি বই লিখেছেন। ‘ডাউন টু আর্থ: স্পিচেস অ্যান্ড রাইটিংস অফ হিজ রয়্যাল হাইনেস প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবরা’, ‘আ কোয়েশ্চেন অফ ব্যালেন্স’, ‘স্যান্ড্রিংহ্যাম’, ‘বার্ডস অফ টাউন অ্যান্ড ভিলেজ’ ইত্যাদি তার লেখা বইয়ের কয়েকটি।
সারাহ ফার্গুসন
রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের তৃতীয় সন্তান প্রিন্স অ্যান্ড্রুর সাবেক স্ত্রী সারাহ ফার্গুসন শিশুদের জন্য বেশ কয়েকটি বই লিখেছেন। তার জনপ্রিয় লেখাগুলোর মধ্যে আছে ‘বাজি বুকস অ্যান্ড টিভি শো’, ‘হেল্পিং হ্যান্ডস’ সিরিজ, ‘টি উইথ রুবি’, ‘দ্য রয়্যাল সুইচ’ ইত্যাদি। প্রেম ও ইতিহাসনির্ভর ‘হার হার্ট অফ আ কম্পাস’ প্রকাশিত হবে এ বছর।
দ্য আর্ল অফ স্নোডন
রানি দ্বিতীয় এলিজাবেথের ভাগনে দ্য আর্ল অফ স্নোডর বই লিখেছেন আসবাব ও ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে। বিলাসবহুল আসবাব নির্মাতা প্রতিষ্ঠান লিনলির প্রতিষ্ঠাতা তিনি।
প্রিন্সেস মিশেল
ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জের নাতি প্রিন্স মাইকেলের স্ত্রী প্রিন্সেস মিশেল। রাজপরিবার নিয়ে নন-ফিকশনধর্মী ‘দ্য আনজু ট্রিলজি’ লিখেছেন তিনি। ফ্রান্সের ১৫ শতকের সময়কালের ইতিহাস নিয়েও বই লিখেছেন তিনি।
মেরি শান্তাল
গ্রিক সিংহাসনের উত্তরসূরি মেরি শান্তালের প্রথম বই ‘ম্যানার্স স্টার্ট অ্যাট ব্রেকফাস্ট: দ্য এসেনশিয়াল গাইড টু মর্ডান ম্যানার্স’ প্রকাশিত হয়েছে ২০২০ সালে। সন্তানদের আচার-আচরণ শেখাতে মা-বাবাদের জন্য একরকম নির্দেশনা এ বইটি।