বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী অসুস্থ হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার রাত সোয়া ৮টায় নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির সচিব এএইচ এম লোকমান।
তিনি বলেন, গত ২৫ এপ্রিল বেলা ১১ টায় তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন।
এএইচ এম লোকমান বলেন, ‘তার পাকস্থলীতে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। তার নাড়ি পেঁচিয়ে গিয়েছে।’
তার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জরুরি ভিত্তিতে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় তার একটা অপারেশন হওয়ার কথা। এখন হয়তো অপারেশন চলছে।’
তবে হাবীবুল্লাহ সিরাজী করোনায় আক্রান্ত নয় বলেও নিশ্চিত করেছেন তিনি।
২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন কবি হাবীবুল্লাহ সিরাজী৷
হাবীবুল্লাহ সিরাজীর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩২টি। এ ছাড়া তিনি দুটি উপন্যাস, দুটি প্রবন্ধ, একটি স্মৃতিকথা ও দশটির মতো ছড়া ও পদ্যগ্রন্থ রচনা করেছেন।
বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।