বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শঙ্খ ঘোষের জন্য গান স্যালুট চায় না পরিবার

  • অসিত পুরকায়স্থ, কলকাতা   
  • ২১ এপ্রিল, ২০২১ ১৭:৩৮

অবিচলিত শান্ত স্বভাবের মানুষ ছিলেন কবি শঙ্খ ঘোষ। কবির প্রয়াণে অভিভাবকহীন হয়ে পড়েছে বাংলা কবিতা। কবির শেষ ইচ্ছে অনুযায়ী অনাড়ম্বরভাবে কবির শেষ কৃত্য সম্পন্ন হবে কলকাতার নিমতলা শশ্মানে।

কবি শঙ্খ ঘোষের প্রয়াণে শোক জানানোর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে শেষ শ্রদ্ধা জানাতে চাইলে আপত্তি তোলেন কবির পরিবার।

প্রবাদপ্রতিম কবি সহজ-সরল অনাড়ম্বর জীবন ভালবাসতেন। কবির ইচ্ছে ছিল, শেষ যাত্রা যেন অনাড়ম্বর হয়। শেষ বিদায়ে কবির ইচ্ছেকেই গুরুত্ব দেয়া হচ্ছে। তার জন্য অনাড়ম্বর শেষকৃত্য অনুষ্ঠানই আয়োজন করতে চায় পরিবার।

রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আক্ষেপের সুরে বলেন, ‘গান স্যালুট চান না, কবিকে নীরবে বিদায় দিতে চান কবির পরিবার।’

অবিচলিত শান্ত স্বভাবের মানুষ ছিলেন কবি শঙ্খ ঘোষ। কবির প্রয়াণে অভিভাবকহীন হয়ে পড়েছে বাংলা কবিতা। কবি জীবনানন্দ দাশ পরবর্তী শক্তি সুনীল শঙ্খ উৎপল বিনয়- চারজন আগেই চলে গেছেন। এবার চলে গেলেন শঙ্খ ঘোষ।

করোনা আক্রান্ত কবির চিকিৎসা বাড়িতেই চলছিল। মঙ্গলবার রাতে তার অবস্থার অবনতি হয়। বুধবার সকাল আটটায় তিনি নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল জাগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ বিশিষ্ট ব্যক্তিরা।

পদ্মভূষণ, সাহিত্য অ্যাকাডেমি, জ্ঞানপীঠ, দেশিকোত্তমসহ বহু দেশি-বিদেশি পুরস্কারে সম্মানিত কবি শঙ্খ ঘোষের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, দিনগুলি রাতগুলি, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, মূর্খ বড় সামাজিক নয় ইত্যাদি।

বুধবার সন্ধ্যায় কবির শেষ ইচ্ছে অনুযায়ী অনাড়ম্বরভাবে কবির শেষ কৃত্য সম্পন্ন হবে কলকাতার নিমতলা শশ্মানে।

এ বিভাগের আরো খবর