করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন ঘোষণার তৃতীয় দিনে এসে কিছুটা প্রাণ ফিরেছে অমর একুশের গ্রন্থমেলা।
গণপরিবহন চালু হতেই দু্ই দিনে খরা কাটিয়ে বুধবার পাঠক দর্শনার্থীদের অনেকে বইমেলামুখী হয়েছেন।
লকডাউন ঘোষণার পর বইমেলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে ৪ এপ্রিল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা।
লকডাউনের প্রথম দুই দিন অনেকটা ফাঁকা ছিল বইমেলা। রোববারের ঝড়ে মেলার তেমন কোনো ক্ষতি না হলেও কিছু কিছু স্টলের বই ভিজে গেছে।
মেলায় লোক সমাগম কমে যাওয়ার প্রেক্ষাপটে অনেক প্রকাশক হতাশা ব্যক্ত করেন। তারা লোকসানের আশঙ্কা করেন।
একে তো করোনা সংক্রমণের ভয়, তারওপর গণপরিবহন বন্ধ থাকায় বইমেলায় লোক সমাগম কমে যায় বলে প্রকাশ ও দর্শনার্থীরা জানান।
তবে গণপরিবহন চালু করায় মেলায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নারী ও শিশুদেরও মেলায় ঘুরে বেড়াতে দেখা গেছে। অনেকেই বই কিনছেন। কেউবা নতুন বই উল্টেপাল্টে দেখেছেন।
খরা কাটিয়ে একটু প্রাণের ছোঁয়া পেয়েছে বইপ্রেমীদের এই মেলা। বিক্রি কিছুটা বাড়লেও তা প্রকাশকদের মুখে হাসি ফোটানোর মতো যথেষ্ট না।