বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভুল বোঝায় নষ্ট হলো ৫ লাখ ডলারের গ্রাফিতি

  •    
  • ৪ এপ্রিল, ২০২১ ০৯:৩২

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২০ বছরের এক তরুণ ও তরুণী রংতুলি দিয়ে গ্রাফিতিতে আঁকিবুঁকি করছেন। পরে পুলিশ ওই জুটিকে আটকে জিজ্ঞাসাবাদ করে। আয়োজকেরা তাদের বিরুদ্ধে অভিযোগ না আনায় ছেড়ে দেয়া হয় দুজনকে।

যুক্তরাষ্ট্রের গ্রাফিতিশিল্পী জন ওয়ানের ২০১৬ সালে আঁকা একটি দেয়ালচিত্র প্রদর্শন করা হয়েছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। সেই গ্রাফিতির সামনে রাখা ছিল রং ও তুলি।

এই দুই উপকরণ দেখে এক দর্শনার্থী জুটি ভেবেছিল, এগুলো দেয়া হয়েছে গ্রাফিতিতে আঁকিবুঁকি করার জন্য। সে ভাবনা অনুযায়ী কাজও করল তারা। আর তাদের এ ভুলে নষ্ট হলো পাঁচ লাখ ডলার সমমূল্যের গ্রাফিতিটি।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সে প্রতিবেদনে সিউলে কবে গ্রাফিতিটি প্রদর্শন করা হয়, সে তথ্য জানানো হয়নি।

এর আগেও বিশ্বের বিভিন্ন স্থানে ওয়ানের আঁকা গ্রাফিতিটি প্রদর্শন করা হয়েছিল। প্রতিবারই গ্রাফিতির সামনে রং ও তুলি রাখা হয়।

সিউলের প্রদর্শনীস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২০ বছরের এক তরুণ ও তরুণী রংতুলি দিয়ে গ্রাফিতিতে আঁকিবুঁকি করছেন।

পরে পুলিশ ওই জুটিকে আটকে জিজ্ঞাসাবাদ করে। আয়োজকেরা তাদের বিরুদ্ধে অভিযোগ না আনায় ছেড়ে দেয়া হয় দুজনকে।

প্রদর্শনীর প্রধান ক্যাং উক জানান, গ্রাফিতিটি আগের রূপে ফিরিয়ে নিতে এটির শিল্পীর সঙ্গে তারা আলোচনা চালাচ্ছেন।

এই ঘটনার পর নিরাপত্তার খাতিরে ছোট দেয়াল নির্মাণ তার সামনে ‘ডু নট টাচ’ লিখে রাখে আয়োজকরা।

এ বিভাগের আরো খবর