বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকায় নারীশিল্পীদের দেয়ালচিত্র 'রাইট টু সিটি'

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ মার্চ, ২০২১ ০০:০০

গুলশানে ইউরোপিয়ান ইউনিয়ন কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। প্রচুর রঙ তুলি আর শিল্পীদের উৎসবমুখর হইচই। সব শিল্পীই নারী। নারী দিবস উদযাপনে ২০ নারী শিল্পী আঁকছেন ৭২ ফুট দীর্ঘ দেয়ালচিত্র।

গুলশান ২ এর ৮৪ নম্বর সড়ক। ইউরোপিয়ান ইউনিয়ন কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। সামনে, প্রচুর রঙ তুলি আর শিল্পীদের উৎসবমুখর হইচই। সব শিল্পীই নারী।

নারী দিবস উদযাপন করতেই ২০ নারী শিল্পী আঁকছেন ৭২ ফুট দীর্ঘ ও ১০ ফুট প্রস্থের দেয়ালচিত্র। ইউরোপিয়ান ইউনিয়ন পৃষ্ঠপোষকতা দিচ্ছে ফারিহা জেবার নেতৃত্ব ও পরিকল্পনায় কাজ করা শিল্পীদের। আয়োজনের নাম, 'রাইট টু সিটি'। শিল্পীরা মনে করছেন এই দেয়ালচিত্রের মাধ্যমে আবদ্ধ রাস্তাটির দৃষ্টিসীমা প্রসারিত করছেন তারা। শিল্পী ফারিহা জেবা বলেন, '৮ মার্চ নারী দিবস উপলক্ষে আমরা সমবেত হয়েছি। ৬ তারিখ সকাল থেকেই শুরু করেছি এ দেয়ালচিত্রের কাজ। আমরা এটি নিয়েছি একটি উৎসবের মতো করে, প্রথমে দেয়ালটি সবাই ভাগ করে নিয়েছি লে আউট অনুযায়ী, আশা করি কালকের (৭মার্চ) মধ্যে আঁকাটি শেষ হয়ে যাবে।'

দেয়ালে উজ্জ্বল রঙে শিল্পীরা ফুটিয়ে তুলছেন আনন্দ

তিনি বলেন, 'আমরা এখন পর্বতে উঠতে পারি, আমরা দেয়ালে ছবি আঁকতে পারি। এই দেয়ালচিত্র কোনো দুঃখের গ্লানির কথা নয়, আমরা আনন্দ আঁকতে চাই। আমাদের মূল উদ্দেশ্য আমাদের আনন্দ আমাদের ভালোলাগাগুলো উজ্জ্বল রঙের মাধ্যমে এই দেয়ালে তুলে রাখা। আশা করি এই উজ্জ্বলতা সবার মধ্যে সঞ্চারিত হবে।'ফারিহা জেবার সঙ্গে নারীশিল্পীদের এই দলে আছেন, নুজহাত তাবাসসুম, কাজী ইস্তেলা আহমেদ, ইসমত আরা মিতু, মাহমুদা আকতার লুৎফা, সুরভী আক্তার, মানসী বণিক, আতিয়া মাইবাম, সারিয়া আহমেদ, সাইকা চৌধুরী, দিবারাহ মাহমুদ, নিপা নিপবীথি দাশ, লায়লা ফজল, পাপিয়া সারোয়ার দিঠি, মন্দ্রিলা মধুরিমা, লায়লা ফজল।

ঢাকার বাইরে থেকে তিন নৃগোষ্ঠীর প্রতিনিধিত্বশীল নারী অংশ নিয়েছেন, তারা হলেন আলভী চাকমা, রূপশ্রী হাজং এবং আতিয়া মাইবাম। এই প্রতিবেদকের মতো প্রচুর পথচারীরাই থমকে দাঁড়িয়ে যাচ্ছেন দেয়ালচিত্রটি দেখতে, সম্পূর্ণ কাজ হয়ে গেলে এই দেয়ালচিত্রের সামনে সেলফি তোলার হিড়িক পড়ে যাবে বলে মনে করেন অংশগ্রহণকারী শিল্পীরা।

এ বিভাগের আরো খবর