জি এইচ হাবীব বাংলাদেশের অনুবাদ সাহিত্যের এক অনন্য নাম। ইতোমধ্যে বিদেশি সাহিত্যে তার প্রখর জ্ঞান এবং বাংলায় সমপরিমাণ দক্ষতার পরিচয় তিনি রেখেছেন তার কাজে। তার হাত দিয়ে আমরা পেয়েছি ‘সোফির জগত্’, ‘নিঃসঙ্গতার একশ বছর’-এর মতো বই। ২০২০ বইমেলায় তাঁর অনুবাদে প্রকাশিত হয়েছে উমবের্তো একোর সাড়া জাগানো উপন্যাস ‘দ্য নেইম অব দ্য রোজ’-এর বাংলা ভাষান্তর ‘গোলাপের নাম’। এবার তিনি অনুবাদ করেছেন একই লেখকের লেখা শিশুতোষ বই 'লা বম্বে এ ইল জেনেরালে' বা দ্যা বম্ব এন্ড দ্যা জেনারেল অবলম্বনে ‘বোমা আর সেনাপতি’। বইটি প্রকাশ করেছে পেণ্ডুলাম।মোবাইল ফোনে জি এইচ হাবীব বলেন, গোলাপের নামের পর করোনাকালীন লকডাউনে এটি অনুবাদ করেছি। গোলাপের নাম যার অনুবাদ থেকে করা, উইলিয়াম উইবার, তিনিই এর ইংরেজী অনুবাদ করেছিলেন। সে্টি অবলম্বনেই আমি অনুবাদ করেছি, এটি ৩৬ পৃষ্ঠার একটা ইউজেনিও কারমির অলংকৃত বই, অনুবাদকৃত বইয়েও সেই অলংকরণ হুবহু ব্যবহার করা হয়েছে’। জি এইচ হাবীব আরো বলেন, 'উমবের্তো একো'র বাচ্চাদের জন্য এমন একটা যুদ্ধবিরোধী বই আছে জেনে আমি অনুবাদ করার সিদ্ধান্ত নেই। এই বইয়ের মেসেজটা যা সেটা ছোটদের জন্য তো বটেই, বড়দের জন্য বেশি প্রযোজ্য। ছোটরা যাতে ছোটবেলা থেকেই যুদ্ধবিরোধী মানসিকতা নিয়ে, পরমতসহিষ্ণুতা নিয়ে বড় হতে পারে, এ উদ্দেশ্যটা আমার কাছে বড়। এই বইটির এক্ষেত্রে ভুমিকা আছে বলেই আমি মনে করি, বইটি সবার পড়া উচিত’।
পেন্ডুলামের প্রকাশক রুম্মান তার্শফিক বলেন, আমাদের প্রকাশনীর পরিকল্পনা ছিলো শিশু কিশোরদের বই করা শুরু করবো ২০২১ সালেই। তো কোন বই দিয়ে শুরু করবো তা নিয়ে বেশ চিন্তায় ছিলাম। বোমা আর সেনাপতি বইটা সমস্যাটা সহজ করে দেয়। হাবীব ভাই বইটা আমাকে অনুবাদ করা আছে বলার পরই লুফে নিলাম সুযোগটা। ছোট বাচ্চা থেকে শুরু করে সকলের জন্য বইটা আনন্দ পাঠের অংশ হবে। পরমাণু আর অণুর গল্প জানবে, জানবে মন্দ সেনাপতির গল্প। পৃথিবীর এত এত সংঘাতময় জীবনে যে যুদ্ধের কোন প্রয়োজন নাই গল্পে অল্প শব্দে এ কঠিন কথাগুলোই বলেছেন উমবের্তো একো’। বইয়ের ফ্ল্যাপে লেখা হয়েছে, ‘ এক যে ছিল পরমাণু। আর যে ছিল এক মন্দ সেনাপতি। তো, আমাদের গল্প যে পরমাণুটি দিয়ে, তার মনটা খুব খারাপ। কারণ, সেটাকে একটা পারমাণবিক বোমার ভিতরে রাখা হয়েছিল। গোটা দুনিয়া আবার এমন সব সেনাপতিতে ভর্তি যারা জীবনভর বোমা বানিয়ে পাহাড় গড়ে তোলে। তো আমাদের বুদ্ধিমান পরমাণুটি কীভাবে মন্দ সেনাপতিকে জব্দ করলো সেই গল্প নিয়ে-ই 'বোমা আর সেনাপতি'। বইটি পড়তে পারবে যেকোন বয়সের মানুষ। শিশুদের বই মানেই ভিতরে থাকতে হবে একরাশ উপদেশ। বোমা আর সেনাপতিতে এমন কোন উপদেশ নাই। তবে এ বই পড়লে একটা ছোট শিশু পরমাণু ও অণুর গল্প জানবে। জানবে পৃথিবীতে যুদ্ধের কোন প্রয়োজন নাই। মন্দ সেনাপতিরাই শুধু যুদ্ধ করে সবার সুখের শান্তির জীবনে কষ্ট নিয়ে আসে’। পেন্ডুলাম প্রকাশিত এ বইটি প্রি অর্ডার করা যাবে কানামাছিডটকম, রকমারিডটকম, পেন্ডুলামের পেইজ, বাংলামোটরের বাতিঘর, নীলক্ষেত ও বাংলাবাজার বুকার্সে।