আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে অনুষ্ঠিত হয়েছে পথ বইমেলা।
রোববার সকালে স্থানীয় দৈনিক প্রান্তজনের আয়োজনে শহরের কানাইখালী এলাকায় ব্যতিক্রমী এই বইমেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক শেখর কুমার সান্যাল।
এ সময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার, ঔপন্যাসিক মুজিবুল হক শাওন, কবি মোহাম্মদ কামাল, শাহানা আকতার মহুয়া, আসলাম লিটন, কামাল খাঁসহ বিভিন্ন জেলার কবি-সাহিত্যিকরা।
মেলায় নাটোরের শতাধিক লেখকের বইসহ দেশের খ্যাতিমান লেখকদের বই স্থান পায়।
এ ছাড়া পাঁচ জন লেখকের বইয়ের মোড়কও উন্মোচন করা হয়।
এই বইগুলো হলো নাজমুল হাসানের কাব্যগ্রন্থ দত্তপাড়ার আকাশ, কামাল খাঁর ছড়ার বই রঙ্গে ভরা ছড়া, ডন শিকদারের গল্পের বই অণুগল্পের পরে, আসলাম লিটনের ছোটদের গল্পের বই ডানপিঠে ও আসাদ জামানের কবিতার বই বুকপকেটে চাঁদ, প্যান্ট পকেটে জোসনা।
কবি শাহানা আকতার মহুয়া বলেন, পথ বইমেলার জন্য সুদূর কানাডা থেকে নাটোরে এসেছি। এখানে লেখক-পাঠকের এই মিলনমেলা উপভোগ করি।
বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল।