বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৭ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী একুশে বই উৎসব শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা প্রশাসক আবুল ফজল মীর বই উৎসব উদ্বোধন করেন। উদ্বোধনে ১৫ গুণীজনকে সম্মাননা দেয়া হয়েছে। এ সময় পুলিশ সুপার ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ‘কুমিল্লা বাংলাদেশকে পথ দেখায়। আজকের একুশে বই উৎসবটি তারই প্রমাণ। এমন আয়োজনে সব সময় পাশে থাকবে জেলা প্রশাসন।’
বিস্তৃত পরিসরে বই উৎসবের দাবি জানিয়ে লেখক নিজাম উদ্দিন রাব্বি বলেন, ‘জেলা শিল্পকলা একাডেমি এখন লেখক-কবিদের মিলন মেলা। চায়ের কাপে চুমুক আর গল্পে আড্ডায় প্রাণবন্ত হয়ে উঠেছে একাডেমি প্রাঙ্গন।’
কবি ও প্রাবন্ধিক পিয়াস মজিদ বলেন, ‘শুধু তিন দিন নয়, সপ্তাহব্যাপী হউক বই উৎসব। বই উৎসব আয়োজনের খবরটি শুনতে এবং বই দেখতেই তিন দিন কেটে যায়। শিশু কিশোর ও তরুণদের বই উৎসবে সম্পৃক্ত করতে হবে। তাহলেই উৎসবের স্বার্থকতা মিলবে।’
বই উৎসবের আহ্বায়ক সৈয়দ আহামাদ তারেক বলেন, ‘তিন বছর ধরে বই উৎসবের আয়োজন করছি। আমাদের প্রত্যাশা ভবিষ্যতে বিস্তৃত্ব পরিসরে উৎসব করার।’
রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা অংশ নেন।
লেখক ও প্রকাশকদের উদ্যোগে আয়োজিত উৎসব চলবে রোববার পর্যন্ত।