‘নতুন আশার সূর্যোদয়’ শিরোনামে তিন দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে ফরিদপুরের অম্বিকা ময়দানে। কালার পয়েন্টের উদ্যোগে আয়োজন চলবে রোববার পর্যন্ত।
শুক্রবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। ফেব্রুয়ারি মাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন।
ফরিদপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার চিত্রকলা শিল্পীদের রঙ তুলিতে আঁকা বিভিন্ন জীবন ও প্রকৃতির ছবি রয়েছে প্রদর্শনীতে। নবীন ও প্রবীণ শিল্পীর জলরঙ, তেল রঙ ও অ্যাক্রেলিক মাধ্যমে আঁকা মোট ৬৪টি ছবি স্থান পেয়েছে।
করোনার কারণে ঘর বন্দি থেকে বেড়িয়ে মনকে রঙিন করতে ছুটে আসছেন দর্শনার্থীরা। উদ্বোধন দিনেই এসেছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পড়ে প্রদর্শনীতে অংশ নিচ্ছেন সবাই।
উদ্বোধনী অনুষ্ঠানে কালার পয়েন্টের পরিচালক চিত্রশিল্পী রেজাউল করিম জুয়েল বলেন, ‘মহামারি করোনার সময়ে আমরা কালার পয়েন্টের শিল্পীদের নিয়ে ঘরে বসে কাজ করেছি। সেই চিত্রকলাগুলো নিয়ে, একটি নতুন দিনের প্রত্যাশায়, সুন্দর একটি সকালের আশায় এই চিত্রকর্মের প্রদর্শনী।’
চিত্রকর্ম দেখছেন অতিথিরা। ছবি: নিউজবাংলা
আলফাডাঙ্গা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম বলেন, ‘শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী আশা জাগানিয়া একটি উদ্যোগ। মানুষ মানুষকে ভালবাসুক, সুকুমার বৃত্তি চর্চা আরও বেগবান হোক।’
চিত্রকর্ম দেখছেন দর্শনার্থীরা। ছবি: নিউজবাংলা
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘সুস্থ ধারার সংস্কৃতিক চর্চা সম্প্রীতি বৃদ্ধি করবে, সৃজনশীলতা বিকাশে সাহায্য করবে।’