বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিল্পকলায় শুক্রবার ‘গীতি চন্দ্রাবতী’

  •    
  • ৪ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৪৫

শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির বিশেষ মঞ্চায়ন হবে। নয়ান চাঁদ ঘোষের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। মঞ্চ এবং সঙ্গীত পরিকল্পনাও তার।

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ বিরতির পর ‘সংস্কার নাট্যদল’ মঞ্চে নিয়ে আসছে তাদের নতুন নাটক ‘গীতি চন্দ্রাবতী’।

শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির বিশেষ মঞ্চায়ন হবে। নয়ান চাঁদ ঘোষের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। মঞ্চ এবং সঙ্গীত পরিকল্পনাও তার।

এটি সংস্কার নাট্যদলের সপ্তম প্রযোজনা।

নাটকের প্রেক্ষাপট চন্দ্রাবতী ও জয়ানন্দের প্রেম ও শেষ পরিণতি নিয়ে। চন্দ্রাবতীর বাল্যবন্ধু জয়ানন্দ নামের এক অনাথ বালক। কৈশোর পেরুতেই ঠিক হয় তারা বিয়ে করবেন। ঠিক হয় বিয়ের দিনও।

এরই মধ্যে জয়ানন্দ আসমানী নামের এক মুসলিম নারীর প্রেমে পড়েন এবং ধর্মান্তরিত হয়ে তাকে বিয়েও করেন। চন্দ্রাবতীর সঙ্গে তার যেদিন বিয়ে হওয়ার কথা ছিল সেদিনই তিনি এই বিয়ে করেন।

চন্দ্রাবতী এ কথা জানতে পেরে প্রতিজ্ঞা করেন কুমারী থেকে শিবের সাধনায় জীবন কাটাবেন। এরই মাঝে অনেকটা সময় কেটে যায়। এক সময় জয়ানন্দ উপলব্ধি করেন আসমানীর প্রতি তার টান মোহ মাত্র।

ভুল শোধরাতে জয়ানন্দ এক সন্ধ্যায় পৌঁছান চন্দ্রাবতীর মন্দিরে। চন্দ্রাবতী তখন ধ্যানমগ্ন। জয়ানন্দ মন্দিরের দরজায় কড়া নাড়লেও ধ্যান ভাঙে না চন্দ্রাবতীর। ব্যর্থ জয়ানন্দ মন্দিরের দরজায় একটি কবিতা লিখে বিদায় নেয় চিরদিনের মতো। এভাবেই এগোতে থাকে নাটকের কাহিনী।

নাটকটিতে অভিনয় করেছেন- মনামী ইসলাম কনক, বাপ্পী সাইফ, ফাতেমা তুজ জোহরা ইভা, আশিকুর রহমান, নাবা চৌধুরী, খন্দকার রাকিবুল হক, মাসুদ কবির, হুমায়রা তাবাসসুম নদী, রাকিবুল ইসলাম রাসেলসহ অনেকে।

এ বিভাগের আরো খবর