শতাধিক প্রকাশনীর কয়েক হাজার বই নিয়ে বইঅনলাইনবিডি ডটকম নামের (boionlinebd.com) একটি প্ল্যাটফর্ম আয়োজন করছে অনলাইনে বইমেলা।
‘এই একুশে, বই যাবে পাঠকের ঘরে ঘরে’ স্লোগানে আগামীকাল সোমবার শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
রোববার দুপুরে তথ্যমন্ত্রণালয়ে অনলাইনে বইমেলাটির উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী করোনাভাইরাস মহামারির মধ্যে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইনে বইমেলার আয়োজন করার উদ্যোগকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘আমাদের দেশ এখন ডিজিটাল। দেশে ১১ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। সে কারণে দেশে বহু মানুষের কাছে এখন অনলাইনে পৌঁছানো সম্ভব।
‘কলকাতা বইমেলা অনলাইনে হচ্ছে, আরও অন্যান্য দেশের বইমেলা অনলাইনে হচ্ছে। এখন অনলাইনে বই পড়া যায়, অনেক লাইব্রেরি অনলাইনে বইগুলো দিয়ে দেয় এবং সেখানে তাদের মেম্বার হয়ে অনলাইনে বই পড়া যায়। বই ফেরি করতে হবে, বহন করতে হবে সেরকম বাধ্যবাধকতা নাই। এটি হচ্ছে পৃথিবীর বাস্তবতা।’
উদ্বোধনে বইঅনলাইনবিডি ডটকম ও শ্রাবণ প্রাকশনীর সত্বাধিকারী রবীন আহসান বলেন, ‘সারা বিশ্বেই বইমেলা স্থগিত। ফ্রাঙ্কফুট, নিউইয়র্ক, কলকাতা বইমেলা করোনার কারণে স্থগিত করা হয়েছে। আমাদের বইমেলাও করোনার কারণে পেছানো হয়েছে। আমরা একুশে বইমেলাটাকে পুরো ফেব্রুয়ারি জুড়ে কীভাবে ধরে রাখতে পারি সেই চেষ্টা থেকেই এই আয়োজন।’
অনলাইনে বইমেলার এই আয়োজন থেকে প্রতিদিন রাত ১১টায় লেখক-প্রকাশক-পাঠকদের নিয়ে মাসব্যাপী অনলাইনে যুক্ত থাকবে বইঅনলাইনবিডি। জানাবে সব নতুন বইয়ের খবর।
অনলাইনে এই বইমেলায় ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হবে। ঢাকার ভিতরে নিজস্ব ডেলিভারিতে, ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে বই পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি।