বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বইমেলা পয়লা বৈশাখ পর্যন্ত

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২১ ১৮:২১

এ বিষয়ে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, ‘পরিস্থিতির কারণে বইমেলা নাও হতে পারত। সেই হিসেবে তো এক মাসই হচ্ছে। এটা আমাদের জন্য ভালো লাগার খবর।’

করোনাভাইরাস মহামারির কারণে এবার অমর একুশে গ্রন্থমেলা দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ শুরু হচ্ছে। মেলা শেষ হচ্ছে পয়লা বৈশাখের দিন ১৪ এপ্রিল।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বৃহস্পতিবার নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে বইমেলা পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ২৬ জানুয়ারি তিনি নিউজবাংলাকে জানিয়েছিলেন, এক মাসই হবে বই মেলা।

বইমেলার স্টল বরাদ্দের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘কতগুলো স্টল বরাদ্দ হচ্ছে এবার সেই ব্যাপারে ফাইনাল কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। এখনও সময় আছে; দেখা যাক।’

এ বিষয়ে জানতে চাইলে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, ‘পরিস্থিতির কারণে বইমেলা নাও হতে পারত। সেই হিসেবে তো এক মাসই হচ্ছে। এটা আমাদের জন্য ভালো লাগার খবর।’

আজকের মিটিংয়ে আর কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত কয় তারিখ পর্যন্ত মেলাটা চালানো যায় সেই তারিখ ফাইনাল করাই মূল সিদ্ধান্ত ছিল। এ ছাড়া যে সময়টাতে এবার মেলা হচ্ছে সেই সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেসব থেকে সুরক্ষিতভাবে মেলা শেষ করা যায়, সেইসব আলোচনাও হয়েছে।’

স্টল বরাদ্দের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কি না জানতে চাইলে ফরিদ বলেন, ‘এটা আরও সময় লাগবে। আপাতত ৪ এপ্রিল পর্যন্ত একটা ডেট নির্ধারণ করা হয়েছে। যারা এখনও টাকা জমা দেননি, সেদিন পর্যন্ত দিতে পারবেন।

‘এই সময়টা হয়তো আরও বাড়তে পারে। এখনই ঠিক বলা যাচ্ছে না কতগুলো স্টল এবার মেলায় অংশ নিচ্ছে।’

এ বিভাগের আরো খবর