বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিল্পকলায় যাত্রা উৎসব শুরু শুক্রবার

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২১ ১৩:৩০

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী নিউজবাংলাকে জানান, যাত্রাশিল্প বাঁচিয়ে রাখা ও এগিয়ে নেয়াই এই উৎসবের মূল লক্ষ্য। এবারের স্লোগান, ‘যাত্রা শিল্পের নবযাত্রা’।

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে ১২তম যাত্রা উৎসব।

এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিকেল তিনটায় উৎসব উদ্বোধন করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ।উৎসবের বিষয়ে লিয়াকত আলী লাকী নিউজবাংলাকে বলেন, যাত্রাশিল্প বাঁচিয়ে রাখা ও এগিয়ে নেয়াই এই উৎসবের মূল লক্ষ্য। এবারের স্লোগান, ‘যাত্রা শিল্পের নবযাত্রা’।

তিনি জানান, গত ১১ বছর ধরে নিয়মিত এই উৎসব করে আসছে শিল্পকলা একাডেমি। এ বছর করোনার কারণে কিছুটা শঙ্কা ছিল উৎসব করা নিয়ে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবারও উৎসবের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী দিনে ময়মনসিংহ, জামালপুর ও টাঙ্গাইলের পাঁচটি দলের যাত্রাপালা হবে।

বিকেল ৩টায় ময়মনসিংহের দি নিউ আলেয়া অপেরা দলের যাত্রাপালা ‘বেহুলা’ প্রদর্শন করা হবে। বিকেল সোয়া ৪টায় ময়মনসিংহের ঈশিতা অপেরা দলের যাত্রাপালা ‘বেহুলা লক্ষিন্দর’ প্রদর্শন হবে। সন্ধ্যা সাড়ে ৫টায় হবে জামালপুরের হীরামন অপেরা দলের যাত্রাপালা ‘নিজাম খুনি’। সন্ধ্যা পৌনে ৭টায় ময়মনসিংহের দি নিউ আলেয়া অপেরা দলের যাত্রাপালা ‘বেহুলা সুন্দরী’। রাত ৮টায় টাঙ্গাইলের কালিহাতী বেহুলা লক্ষিন্দর অপেরা দলের যাত্রাপালা ‘বেহুলা লক্ষিন্দর’।এদিন রাত সোয়া ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত শেষ পালা হিসেবে থাকছে টাঙ্গাইলের ভাসানযাত্রা অপেরা দলের যাত্রাপালা ‘বেহুলা লক্ষিন্দর’।

যাত্রা উৎসবের চার দিনে সারা দেশের ২২টি যাত্রাদলের ২২টি পালা প্রদর্শন করা হবে।

এ বিভাগের আরো খবর