করোনা মহামারির কারণে এবার অমর একুশে গ্রন্থমেলা দেড় পিছিয়ে শুরু হচ্ছে ১৮ মার্চ। তবে পুরো এক মাসই হবে মেলা।
মঙ্গলবার নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।
এবার কতদিন বইমেলা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবারও এক মাস বইমেলা হবে।’
১৮ মার্চ থেকে বইমেলা করার যে ঘোষণা বাংলা একাডেমি থেকে এসেছে এ ব্যাপারে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কোনো চিঠি পেয়েছেন কি না জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি।
হাবিবুল্লাহ সিরাজী বলেন, ‘বাংলা একাডেমির কাজ হলো বইমেলা করার বিষয়ে একটা তারিখ ঘোষণা করা, সেই তারিখটা ঘোষণা করেছে। ১৮ মার্চ থেকে আমরা বইমেলা করব।’
এর আগে গত ১৭ জানুয়ারি বাংলা একাডেমিতে এক মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছিলেন, বইমেলার জন্য তারা ২০ ফেব্রুয়ারি, ১৭ মার্চ ও ২৭ মার্চ এই তিনটি সম্ভাব্য তারিখসহ একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন।
করোনার সংকট থাকলেও এবারের বই মেলার প্রক্রিয়ায় কোনো পরিবর্তন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক। বলেন, ‘প্রতিবছর যেভাবে আমরা বইমেলা করি এবারও সেভাবেই হবে।’
বইমেলা নিয়ে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ জানান, এক মাসব্যাপী বইমেলা করার জন্য মানসিক প্রস্তুতি আছে তাদের। কোন প্রক্রিয়ায়, কতদিন কিভাবে বইমেলা করা যায় তা নির্ধারণে বৃহস্পতিবার বইমেলা পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক হবে।
প্রকাশকদের কি ধরনের প্রস্তাবনা থাকবে, জানতে চাইলে এই প্রকাশক নেতা বলেন, ‘মিটিংয়ে বসলেতো বিভিন্ন ধরনের আলোচনা হয়। স্বাস্থ্যবিধিটা কীভাবে মানা যায়, তারপর সামনে ঝড় বৃষ্টি হতে পারে সেটার স্ট্রাকচার কীভাবে করা যায় এসব নিয়ে আলোচনা হবে।’
বইমেলার স্টল বরাদ্দের বিষয়ে ফরিদ আহমেদ বলেন, ‘এবার প্রকাশকদের আগ্রহ পত্র জমা নিয়েছিল অনেক আগে। এটা বোধয় অক্টোবর-নভেম্বরে শেষ হয়ে গেছে। এটা নিয়ে আর কোনো আলোচনা নেই। এখন বইমেলাটা কীভাবে করা যায় সেটাই মুখ্য।’
এবার কতগুলো আগ্রহ পত্র জমা পড়েছে জানতে চাইলে তিনি জানান, হিসাবটা তার কাছে নেই।