বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মান্নান হীরা স্মরণে মহিলা সমিতিতে ‘লাল জমিন’

  •    
  • ২ জানুয়ারি, ২০২১ ১১:০৫

নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এতে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী।

প্রয়াত নাট্যকার, নির্দেশক মান্নান হীরার স্মরণে মঞ্চস্থ হতে যাচ্ছে তারই রচিত নাটক ‘লাল জমিন’।

রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শনিবার সন্ধ্যা ৬টায় নাটকটির মঞ্চায়ন হবে।

এর নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী।

নাটকের আগে মান্নান হীরার জীবন ও কর্মের ওপর আলোচনা হবে।

বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি, নাট্যকার ও নির্দেশক মান্নান হীরার ‍মৃত্যু হয় গত বছরের ২৪ ডিসেম্বর।

তার স্মরণে নাটকটির ২৫৯তম মঞ্চায়ন করবে ‘শূন্যন রেপর্টরি থিয়েটার’।

‘লাল জমিন’ মুক্তিযুদ্ধের গল্পভিত্তিক নাটক। এর প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর সময়ের এক সংগ্রামী নারীর জীবন।

নাটকটির গল্প এগিয়েছে এক কিশোরী মেয়েকে ঘিরে। মুক্তিযুদ্ধে ১৪ বছর বয়সী ওই কিশোরীর ভূমিকা, লক্ষ্যে পৌঁছাবার আগেই পুরুষ সহযোদ্ধাদের শহিদ হওয়া, নারী সদস্যদের ওপর নেমে আসা ভয়াবহ নির্যাতন, কিশোরীর ত্যাগ, সবশেষে স্বাধীনতা অর্জনের দৃশ্য দর্শকদের নতুন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করায়।

স্বাধীনতা অর্জনের দৃশ্যে শেষ হয়নি নাটকটি। যুদ্ধোত্তর বাংলাদেশে ঘাতক-দালালদের বৃত্তান্ত ও এক জন নারী মুক্তিযোদ্ধার উপলব্ধিও তুলে ধরা হয়েছে এতে।

২০১১ সালের ১৯ মে প্রথম ‘লাল জমিন’ নাটকটির মঞ্চায়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে। এরপর দেশের নানা জায়গা ও রাজধানীর বিভিন্ন মঞ্চে মঞ্চায়ন হয়েছে নাটকটির।

এ বিভাগের আরো খবর