বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বুলবুল চৌধুরীর জন্মদিনে শিল্পকলায় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  •    
  • ২ জানুয়ারি, ২০২১ ০১:২৯

শুক্রবার বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে এ অনুষ্ঠান হয়।

পহেলা জানুয়ারি নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে এ অনুষ্ঠান হয়।

প্রথম পর্বে হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অংশ নেন নৃত্য ব্যক্তিত্ব ও নৃত্য পরিচালক আমানুল হক, নিগার চৌধুরী, গোলাম মোস্তফা খান, দীপা খন্দকার, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

গানে গানে দেশের প্রতিষ্ঠিত নৃত্য সংগঠনগুলো নৃত্য পরিবেশন করে

আলোচনা শেষে শুরু হয় নৃত্যানুষ্ঠান। গানে গানে দেশের প্রতিষ্ঠিত নৃত্য সংগঠনগুলো নৃত্য পরিবেশন করে।

শুরুতেই আতিকুর রহমান উজ্জ্বলের পরিচালনায় ‘এইতো আমরা এখানে বসে আছি’ গানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

এরপর বঙ্গবন্ধুকে নিয়ে আবৃত্তির উপর সমবেত নৃত্য পরিবেশন করে ‘ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র’।

এম আর ওয়াসেকের পরিচালনায় ‘ও আমার দেশের মাটি’ গানের কথায় সমবেত নৃত্য পরিবেশন করে নন্দন কলাকেন্দ্র।

অনিক বোসের পরিচালনায় ‘কারার ওই লৌহ কপাট’ গানের কথায় সমবেত নৃত্য পরিবেশন করে স্পন্দন।

সাজু আহমেদের পরিচালনায় কত্থক নৃত্য সম্প্রদায় পরিবেশন করে কত্থক নৃত্য।

নৃত্যাক্ষ দল সালমা বেগম মুন্নির পরিচালনায় ‘দে তালি বাঙালি’ গানের কথায় সমবেত নৃত্য পরিবেশন করে।

মুনমুন আহমেদের পরিচালনায় ‘আকাশ আমায় ভরলো আলোয়’ গানের কথায় সমবেত নৃত্য পরিবেশন করে রেওয়াজ পারফরমিং আর্টস একাডেমি।

‘আসমানেতে দেয়া ডাকে’ গানের কথায় সমবেত নৃত্য পরিবেশন করে ঝঙ্কার ললিতকলা একাডেমি। পরিচালনা করেন ফাতেমা কাশেম।

লিখন রায়ের পরিচালনায় ‘পূর্ব দিগন্তে সূয উঠেছে’ গানের কথায় সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যকথা।

‘রসিক আমার মন বান্ধিয়া’ গানের কথায় সোহেল রহমানের পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশন করে শিখর কালচারাল অর্গানাইজেশন। জিনিয়া জ্যোৎস্নার নৃত্য পরিচালনায় ‘একটি গল্প শোনাবো আজ’ গানে সমবেত নৃত্য পরিবেশন করে জিনিয়া নৃত্য ললিতকলা একাডেমি।

সবশেষে ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ গানে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস।

এ বিভাগের আরো খবর