বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হিমেল বরকত স্মরণে কবিতা পুরস্কার

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২০ ২১:১৫

প্রতিবছর পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) একজন বাংলাদেশি তরুণ কবিকে এই পুরস্কার দেয়ার উদ্যোগ নিয়েছে অনলাইন সাময়িকী ‘সহজিয়া’। পুরস্কারের অর্থমূল্য পঁচিশ হাজার টাকা।

অকাল প্রয়াত কবি ও গদ্যকার হিমেল বরকতের স্মরণে চালু হচ্ছে ‘হিমেল বরকত কবিতা পুরস্কার’।

প্রতিবছর পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) একজন বাংলাদেশি তরুণ কবিকে এই পুরস্কার দেয়ার উদ্যোগ নিয়েছে অনলাইন সাময়িকী ‘সহজিয়া’।

আগামী পয়লা ফাল্গুন ঘোষিত হবে ‘হিমেল বরকত কবিতা পুরস্কার ২০২০।’ এ পুরস্কারের অর্থমূল্য পঁচিশ হাজার টাকা।

‘সহজিয়া’র সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সুমন সাজ্জাদ বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হিমেল বরকত একজন সম্ভাবনাময় লেখক, কবি ও গবেষক ছিলেন। তিনিতো খুব অল্প বয়সে চলে গেলেন। এই পুরস্কারের মাধ্যমে তাকে স্মরণ করা; সেই সঙ্গে তার কাজ ও চিন্তা তরুণ প্রজন্মের কবি-লেখকদের কাছে তুলে ধরাই লক্ষ্য।

তিনি আরও বলেন, ‘প্রতিবছর এই পুরস্কার দেয়ার সময় আমরা একটা স্মারক বক্তব্যেরও আয়োজন করব।’

এই পুরস্কার দেয়ার ক্ষেত্রে সাময়িকী ‘সহজিয়া’ বেশ কিছু নিয়ম নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে-১. কবিতার বইটি সংশ্লিষ্ট বর্ষে প্রকাশিত প্রথম সংস্করণ হতে হবে। ২. কবির বয়সসীমা: ২০ থেকে ৪০ বছর।৩. কবির সম্মতি বা অনুমতি সাপেক্ষে প্রকাশক অথবা পাঠক অথবা কবি নিজে অথবা কবির পক্ষে যে-কেউ বইয়ের কপি জমা দিতে পারবেন।৪. মোট পাঁচ কপি বই, কবির স্বাক্ষরিত সম্মতিপত্র, কবির জীবনবৃত্তান্ত এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি পাঠাতে হবে।

এসব তথ্য পাঠাতে হবে, সুমন সাজ্জাদ, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা- এই ঠিকানায়।

‘হিমেল বরকত কবিতা পুরস্কার ২০২০’ এর জন্য প্রয়োজনীয় তথ্য আগামী ১৫ জানুয়ারির মধ্যে পাঠানোর সময় ঠিক করেছে পুরস্কারদাতা প্রতিষ্ঠান ‘সহজিয়া’।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২২ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৪২ বছর। হিমেল বরকত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই।

এ বিভাগের আরো খবর