বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাস্কর্য অবমাননার বিরুদ্ধে ‘বিক্ষুব্ধ শিল্পী সমাজ’

  •    
  • ১৯ ডিসেম্বর, ২০২০ ২০:০৭

অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘উপমহাদেশে যখন সাম্প্রদায়িক চিন্তা শক্তিশালী হয়ে উঠছিল, তখন ধর্মের অসাম্প্রদায়িক চেতনা দিয়েই তা মোকাবেলা করা হয়েছিল। কিন্তু এই কাজটা আমাদের প্রগতিশীলরা করেনি, তারা উপেক্ষা করে গেছেন।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননা ও ধর্ম ব্যবসায়ীদের অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন ‘বিক্ষুব্ধ শিল্পী সমাজ’।

শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতীকী ভাস্কর্য নির্মাণ, চিত্রাঙ্কন, প্রতিবাদী গান, পারর্ফমেন্স আর্ট, কবিতা আবৃত্তি ও সমাবেশ করে প্রতিবাদ জানান তারা।

শিল্পীরা ‘বিক্ষুব্ধ শিল্পী সমাজ’ এর ব্যানারে ‘স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ মৌলবাদীদের রুখে দাঁড়াও’ নামের কর্মসূচি থেকে ভাস্কর্য ভাঙার নির্দেশদাতার গ্রেপ্তারের দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘উপমহাদেশে যখন সাম্প্রদায়িক চিন্তা শক্তিশালী হয়ে উঠছিল, তখন ধর্মের অসাম্প্রদায়িক চেতনা দিয়েই তা মোকাবেলা করা হয়েছিল। কিন্তু এই কাজটা আমাদের প্রগতিশীলরা করেনি, তারা উপেক্ষা করে গেছেন।’

মৌলবাদীদের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড বাড়ানোর তাগিদ দেন তিনি।

সমাবেশে ছিলেন বরেণ্য শিল্পী বীর মুক্তিযোদ্ধা বীরেন সোম, বীর মুক্তিযোদ্ধা ও নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, শিল্পী মনিরুজ্জামান, ভাস্কর কবির আহমেদ মাসুম চিশতী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছসহ অনেকে।

এ বিভাগের আরো খবর