মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অ্যাক্রোবেটিক দলগুলোর পরিবেশনায় হলো অ্যাক্রোবেটিক প্রদর্শনী।
শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এরই অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত অ্যাক্রোবেটিক প্রদর্শনী হয়।
অনুষ্ঠানের শুরুতেই অনলাইনে বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
বক্তব্য শেষে অ্যাক্রোবেটিক প্রদর্শনীর শুরুতেই শিশুশিল্পীরা পরিবেশন করে ক্যাপ ডান্স, ব্লাংকেট ব্যালেন্স, হাই সাইকেল ব্যালেন্স, রোপ ডাউন্ড, রিং জাম্প, হাড়ি ও লাঠি, রোপ জাম্প ও সাউদিয়া।
বড়দের পরিবেশনায় ছিল হ্যান্ড স্কিল, রোলার ব্যালেন্স, মাউথ স্কিল, ব্যারেল ব্যালেন্স, নেক আয়রন বার, টপ টু আমব্রেলা, ফায়ার ডান্স, চেয়ার সেটিং, বডি ব্যালেন্স ও নুনথু।
বিজয় দিবসে বিকাল ৪টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আলোচনা শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক এবং প্রতিশ্রুতিশীল শিল্পীদের অংশগ্রহণে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।