কবিকন্ঠে কবিতা পাঠ, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সোমবার সকালে একাডেমির কর্মকর্তা ও কর্মচারীরা মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
একই সঙ্গে সকাল ৯টা থেকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কবিকন্ঠে কবিতা পাঠ, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কবিতা পাঠ করেন, কবি শাহজাদী আঞ্জুমান আরা, নূরুল হুদা। আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মীর বরকত, মফিজুর রহমান, মাহিদুল ইসলাম মাহি, মজুমদার বিপ্লব, রফিকুল ইসলাম, শিমুল মোস্তফা, মিজানুর রহমান সজল, কাজী বুশরা আহমেদ তিথি।
এই আয়োজনে সংগীত পরিবেশন করেন শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী ডালিয়া আহমেদ।
রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কবিকন্ঠে কবিতা পাঠ করেন কবি হাসান হাফিজ, মিনার মনসুর ও অসীম সাহা। এখানে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী ইকবাল খোরশেদ, গোলাম সারোয়ার, লায়লা আফরোজ, মাহমুদা আখতার, কাজী মাহতাব সুমন, নায়লা তারান্নুম কাকলী এবং ফয়জুল আলম পাপ্পু।
এই আয়োজনে সংগীত পরিবেশন করেন শিল্পী মাইনুল আহসান ও শীলা রাণী দেবী। এর সঞ্চালনায় ছিলেন তামান্না তিথি।
বিজয় দিবসের কর্মসূচি
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির তিন দিনের কর্মসূচি নিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে একাডেমি অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
১৬ ডিসেম্বর সকালে শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। এ দিন সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধে কবিকন্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, অ্যাক্রোবেটিক প্রদর্শনী ও আর্টক্যাম্প অনুষ্ঠিত হবে।
এ ছাড়া একাডেমির মহাপরিচাক লিয়াকত আলী লাকীর রচনা ও নির্দেশনায় বাঙলা কলেজ যুব থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘মুজিব মানে মুক্তি’।
এরপর বিকাল ৪টায় শিল্পকলা জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে একাডেমি।