বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রকাশকেরা চান ১৮ ফেব্রুয়ারি থেকে বইমেলা

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২০ ১৭:২০

প্রকাশকেরা মনে করছেন, ইতিমধ্যে শীত কমে আসবে। করোনার প্রকোপও কমে যাবে। সেটা মাথায় রেখে এ প্রস্তাব করা হচ্ছে।

বাংলা একাডেমিকে ১৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা করার প্রস্তাব দেবেন পুস্তক প্রকাশকেরা।

দেশের শীর্ষ দুই প্রকাশক সমিতি ‘বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’ এবং ‘জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি’ এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রকাশনা সংস্থা ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, রাজধানীর সভাপতি মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা আগামীকাল (মঙ্গলবার) বাংলা একাডেমির কাছে একটা প্রস্তাব জমা দিব। সেখানে আমরা ১৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ বইমেলা করার কথা বলছি।’

১ ফেব্রুয়ারি থেকে কেন নয় – জানতে চাইলে তিনি বলেন, তারা মনে করছেন, ইতিমধ্যে শীত কমে আসবে। করোনার প্রকোপও কমে যাবে। সেটা মাথায় রেখে ১৮ ফেব্রুয়ারি থেকে বইমেলার প্রস্তাব করা হচ্ছে।

তিনি বলেন, ‘সব কিছুই তো স্বাভাবিক চলছে। আর বইমেলা তো অনেক জায়গা নিয়ে খোলা আকাশের নিচে হয়। স্বাস্থ্যবিধি মেনে মেলা করতে সেখানে তো এত সমস্যা হওয়ার কথা না।’

এ বিষয়ে জানতে চাইলে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, ‘একটা বাস্তবতার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করার সময় পাব আমরা।’

তিনি বলেন, বাংলা একাডেমি গতকালের মিটিংয়ে প্রস্তুতির জন্য আমাদের কাছে দুই মাস সময় চেয়েছে, সেই হিসেব করে আমরা ১৮ তারিখ থেকে ১৭ মার্চ পর্যন্ত মেলা করার প্রস্তাবনা দিচ্ছি।

মঙ্গলবার প্রস্তাব জমা দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে ফরিদ আহমেদ বলেন, ‘আজ (সোমবার) আমাদের সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে এসব বিষয় নিয়ে একটা মিটিং হওয়ার কথা ছিল। সেটা হয়তো আগামীকাল হতে পারে। এছাড়া বইমেলা সংশ্লিষ্ট আরও অনেকের সঙ্গে আমরা আলাপ করে তারপর প্রস্তাব জমা দিব। সেটা কাল না হলেও পরশু দিন আমরা জমা দিব।’

বইমেলা নিয়ে প্রকাশকেরা বিপাকে পড়লেন কিনা – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি থেকে বইমেলা হলেও তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু বইমেলা যদি শেষ পর্যন্ত না হয় তাহলেই বরং বিশাল ক্ষতির মুখে পড়বেন প্রকাশকেরা।

এর আগে গত শুক্রবার রাতে ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. হাবীবুল্লাহ সিরাজী।

এরপর গত রোববার দুপুরে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, দেশের অবস্থা ভালো হলে ফেব্রুয়ারি থেকেই হবে বইমেলা।

এ বিভাগের আরো খবর