কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্যবিরোধী বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দেশের ৪০ কবি।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।
যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, গত কিছুদিন যাবত সাম্প্রদায়িক, মৌলবাদী ও উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী ভাস্কর্যশিল্পের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
‘শুধু তাই নয়, তারা কুষ্টিয়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমরা অবিলম্বে এই ঘৃণ্য ও ন্যক্কারজনক কর্মকাণ্ডে যুক্ত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।’
কবিদের ভাষ্য, সাংস্কৃতিক স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থানকারী মৌলবাদী চক্রের আস্ফালন বন্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি মৌলবাদের উৎসমূল উৎপাটন করতে হবে।
তারা বলেন, বঙ্গবন্ধু জন্মশতবর্ষ এবং মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর উদযাপন লগ্নে স্বাধীনতাবিরোধী, উগ্রবাদী অপশক্তির এহেন সংস্কৃতিবিরোধী ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বাংলাদেশের অব্যাহত প্রগতিবাদী অভিযাত্রাকে সরাসরি চ্যালেঞ্জের নামান্তর।
এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি বাংলাদেশের সব নাগরিকের সচেতন ভূমিকা প্রত্যাশা করেন কবিরা।
তারা বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে বাংলাদেশকে জঙ্গিবাদী ও বাঙালি সংস্কৃতিবিরোধী অপশক্তির হাত থেকে রক্ষা করতে।’
বিবৃতিতে স্বাক্ষরকারী কবিরা হলেন আসাদ চৌধুরী, মোহাম্মদ রফিক, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, রুবী রহমান, সানাউল হক খান, মাকিদ হায়দার, হাবীবুল্লাহ সিরাজী, অসীম সাহা, জাহিদুল হক, মুহম্মদ নূরুল হুদা, কাজী রোজী, আলতাফ হোসেন, শিহাব সরকার, আবিদ আনোয়ার, ফারুক মাহমুদ, কামাল চৌধুরী, নাসির আহমেদ, বিমল গুহ, মাহমুদ কামাল, ফরিদ আহমেদ দুলাল, মাসুদুজ্জামান, মিনার মনসুর, আসলাম সানী, আবু হাসান শাহরিয়ার, মুহাম্মদ সামাদ, গোলাম কিবরিয়া পিনু, মোহাম্মদ সাদিক, খালেদ হোসাইন, তারিক সুজাত, আমিনুর রহমান সুলতান, সাজ্জাদ আরেফিন, মতিন রায়হান, সরকার আমিন, তপন বাগচী, আসাদ আহমেদ, ফারহান ইশরাক, পিয়াস মজিদ, জাকির জাফরান ও স্নিগ্ধা বাউল।