বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিল্পকলায় লাল জমিন

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২০ ১৭:২৯

‘নাটকটি দেখে দর্শকরা যখন ছলছল চোখে এসে নিজের ভালোলাগার কথা বলে, আবেগে আপ্লুত হয়ে যায়, এর চেয়ে ভালোলাগা আর প্রাপ্তির কিছু হয় না।’

মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর সময়ে এক সংগ্রামী নারীর জীবনের গল্প নিয়ে দর্শকনন্দিত নাটক লাল জমিন-এর ২৫২তম মঞ্চায়ন হতে যাচ্ছে।

শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে রেপার্টরি থিয়েটার ‘শূন্যন’-এর নাটকটি।

নাটকটিতে একক অভিনয় করেছেন অভিনেত্রী মোমেনা চৌধুরী। নাটকটির ২৫২তম মঞ্চায়ন নিয়ে উচ্ছ্বসিত তিনি।

এ বিষয়ে মোমেনা চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘নাটকটি দেখে দর্শকরা যখন ছলছল চোখে এসে নিজের ভালোলাগার কথা বলে, আবেগে আপ্লুত হয়ে যায়, এর চেয়ে ভালোলাগা আর প্রাপ্তির কিছু হয় না।’

নাটকটি কোরিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, লন্ডন ও ভারতে একাধিকবার মঞ্চায়িত হয়েছে জানিয়ে মোমেনা চৌধুরী বলেন, ‘নাটকটি নিয়ে আমার প্রাপ্তির আরেকটি জায়গা, এটি গত বছরের ১৫ এপ্রিল বঙ্গভবনে মঞ্চায়ন করেছি। বঙ্গভবনে কোনো সংগঠনের মঞ্চায়িত এটিই সম্ভবত প্রথম নাটক।’

নাটকটির গল্প এগিয়েছে একটি কিশোরী মেয়েকে ঘিরে। মুক্তিযুদ্ধের সময় ছাড়াও রয়েছে আরও কয়েকটি দশকের গল্প।

মুক্তিযুদ্ধে চৌদ্দ বছর বয়সী এক কিশোরীর ভূমিকা, লক্ষ্যে পৌঁছাবার আগেই পুরুষ সহযোদ্ধাদের শহিদ হওয়া, নারী সদস্যদের ওপর নেমে আসা ভয়াবহ নির্যাতন, কিশোরীর ত্যাগ, সবশেষে স্বাধীনতা অর্জনের দৃশ্য দর্শকদের এক নতুন অভিজ্ঞতা সামনে দাঁড় করিয়ে দেয়।

স্বাধীনতা অর্জনের দৃশ্যেই শেষ হয়নি নাটকটি। যুদ্ধোত্তর বাংলাদেশে ঘাতক-দালালদের বৃত্তান্ত ও একজন নারী মুক্তিযোদ্ধার উপলব্ধিও তুলে ধরা হয়েছে, যা দর্শকদের দাঁড় করিয়ে দেয় বর্তমানের মুখোমুখি।

জনপ্রিয় নাটকটির রচয়িতা মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষক সুদীপ চক্রবর্তী।

এ বিভাগের আরো খবর