বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আলোকচিত্রে বলেছিলেন মানুষের কথা

  •    
  • ১ ডিসেম্বর, ২০২০ ১৭:০৩

কালজয়ী চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ী’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘লালসালু’, ‘অন্যজীবন’, ‘নদীর নাম মধুমতী’, ‘চিত্রা নদীর পারে’ এবং ‘শ্যামল ছায়া’র চিত্রগ্রাহক হিসেবে আনোয়ার হোসেন পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

মুক্তিযুদ্ধের সময় জীবন বাজি রেখে যে কয়েক জন বাঙালি আলোকচিত্রী তাদের ক্যামেরায় বন্দি করেছিলেন নিত্যকার চিত্র, তাদের অন্যতম আনোয়ার হোসেন।

তিনি মানুষের মাঝেই থাকতে ভালোবাসতেন। তাই তার আলোকচিত্রেও বলেছেন মানুষের সংগ্রামের কথা।

২০১৬ সালে ঢাকার এক আর্ট গ্যালারিতে নিজের তোলা আলোকচিত্র নিয়ে প্রদর্শনীর সময় তিনি বলেছিলেন, ‘আমি মানুষের মাঝে থাকতে ভালোবাসি। তাই হয়তো অজান্তেই যখনই ছবি তুলি, আমার প্রায় ছবিতে মানুষ উপস্থিত থাকে। প্রকৃতির মাঝেও একটা মানুষ চলে আসে। কোনো সাজানোর ব্যাপার নেই ছবিতে।’

আনোয়ার হোসেন ১৫টি চলচ্চিত্র ও ৩০ প্রামাণ্যচিত্রের চিত্রগ্রাহক ছিলেন।

কালজয়ী চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ী’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘লালসালু’, ‘অন্যজীবন’, ‘নদীর নাম মধুমতী’, ‘চিত্রা নদীর পারে’ এবং ‘শ্যামল ছায়া’র চিত্রগ্রাহক হিসেবে তিনি পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

১৯৪৮ সালের ৬ অক্টোবর পুরান ঢাকার আগানবাব দেউড়িতে আনোয়ার হোসেনের জন্ম।

বাবা সিনেমার অফিসে কাজ করতেন বলে শৈশবেই রুপালি জগতের সঙ্গে তার পরিচয় হয়।

নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে আনোয়ার হোসেন ভর্তি হন বুয়েটের স্থাপত্য বিভাগে।

১৯৭৭ সালে তিনি পুনের ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’ থেকে সিনেমাটোগ্রাফির ওপর পোস্ট-গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করেন।

পুনে থেকে ফিরে ‘সূর্য দীঘল বাড়ী’ আর ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ চলচ্চিত্রে কাজ শুরু করেন আনোয়ার হোসেন।

সে সময় তার পরিচয় হয় শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী ড. নীলিমা ইব্রাহীমের মেয়ে অভিনেত্রী ডলি ইব্রাহীমের সঙ্গে। ১৯৭৯ সালে বিয়ে করেন ডলি ইব্রাহীম ও আনোয়ার হোসেন।

১৯৯১ সালের জুলাইয়ে ডলি আত্মহত্যা করার পর আনোয়ার হোসেন প্রায় পাঁচ বছর নিভৃতচারী ছিলেন। এই দীর্ঘ সময় যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড ঘুরে প্যারিসে বসবাস শুরু করেন আনোয়ার। ১৯৯৬ সালে এক ফরাসি নাগরিককে বিয়ে করেন তিনি।

দেশের আলোকচিত্রীদের পুরো একটি প্রজন্মকে পথ দেখানো বিখ্যাত আলোকচিত্র শিল্পী আনোয়ার হোসেনের প্রয়াণ দিবস আজ।

২০১৮ সালের ১ ডিসেম্বর রাজধানীর একটি আবাসিক হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিভাগের আরো খবর