বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হলো মাসব্যাপী ‘২২তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’।
সোমবার বিকাল সাড়ে ৪টায় অনলাইনে যুক্ত হয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
প্রদর্শনীর জন্য শিল্পকর্ম নির্বাচক কমিটির কাছে ২১ থেকে ৩৫ বছরের ৫১৯ শিল্পীর এক হাজার ৩৫০টি শিল্পকর্ম জমা পড়ে। সেখান থেকে ৩৩৭ জন শিল্পীর ৩৬৮টি শিল্পকর্ম স্থান পেয়েছে এবারের প্রদর্শনীতে।
চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে।
শিল্পকর্ম নির্বাচক কমিটির সম্মানিত সদস্যরা ছিলেন শিল্পী আইভি জামান, রশীদ আমিন, দুলাল চন্দ্র গাইন, হারুন অর রশীদ টুটুল, আলোকচিত্রী মফিজুল ইসলাম ও শিল্পী শাওন আকন্দ।
সবগুলো মাধ্যমের শ্রেষ্ঠ পুরস্কার ‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার ২০২০’ ও ফটোগ্রাফিসহ চারুশিল্পের ১১টি শাখায় এ বছরে প্রত্যেকটিতে একটি করে শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হয়েছে। পুরস্কারের সংখ্যা ১২টি।
শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা পেয়েছেন এক লাখ টাকার চেক, সনদপত্র, মেডেল ও ক্রেস্ট। আর প্রত্যেক মাধ্যমের শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের পঞ্চাশ হাজার টাকার চেক, সনদপত্র ও ক্রেস্ট দেয়া হয়।
পুরস্কার মনোনয়নের জন্য বিচারক মণ্ডলীর সদস্যরা ছিলেন শিল্পী নাইমা হক, আলোকচিত্রী নাসির আলী মামুন, শিল্পী মো. ইকবাল, মোস্তফা জামান মিঠু, আনিসুজ্জামান ও শেখ সাদী ভূঁইয়া।
এবার নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সংযোজন বিশেষ কিউরেটেড প্রদর্শনীর আয়োজন।
শিল্পকলা একাডেমির চিত্রশালায় ২২তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: নিউজবাংলা
এবারেই প্রথমবারের মতো এ প্রদর্শনীতে বাংলাদেশের চারুশিল্প শিক্ষা প্রতিষ্ঠান- ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ ১২টি বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারিতে বিষয়ভিত্তিক বিশেষ কিউরেটেড প্রদর্শনী হচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।
বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনায় সারাদেশের বিপুল সংখ্যক শিল্পী ও দর্শনার্থীরা অনলাইনে ভার্চুয়াল গ্যালারির মাধ্যমে প্রদর্শনী উপভোগ করতে পারবেন।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীন ও বরেণ্য চিত্রশিল্পী শহিদ কবীর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।