বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিল্পকলায় ‘কালিদাস’ মঞ্চস্থ

  •    
  • ২৮ নভেম্বর, ২০২০ ১৯:৫৪

কালিদাস জীবনে ধিক্কার, তাচ্ছিল্য প্রভৃতির মধ্যেও কীভাবে একের পর এক কাব্য রচনা করলেন এবং পরিণত বেলায় স্ত্রী বিদ্যাবতীকে সসম্মানে ফিরিয়ে দিলেন তা নিয়েই এগিয়েছে ‘কালিদাস’ নাটকের কাহিনি।

মহাকবি কালিদাসের জীবন কাহিনি নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো নাটক ‘কালিদাস’।

শনিবার সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাটকটি।

নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু। নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ।

‘কালিদাস’ নাটকটি থিয়েটার-৫২’র ৮ম প্রযোজনা।

মহামূর্খামির পরিচয় দিয়ে যে কালিদাস বসা ডালের গোড়া কাটে, পাঠশালা থেকে বিতাড়িত হয়, সেই কালিদাসই খাদের কিনারা থেকে ঘুরে মহাকবি হয়ে রচনা করেন মহাকাব্য ‘রঘুবংশ’, ‘কুমারসম্ভব’; নাটক ‘অভিজ্ঞান’, ‘শকুন্তলা’সহ বহু গীতিনাট্য।

কালিদাস জীবনে ধিক্কার, তাচ্ছিল্য প্রভৃতির মধ্যেও কীভাবে একের পর এক কাব্য রচনা করলেন এবং পরিণত বেলায় স্ত্রী বিদ্যাবতীকে সসম্মানে ফিরিয়ে দিলেন তা নিয়েই এগিয়েছে ‘কালিদাস’ নাটকের কাহিনি।

নাটকটির নির্দেশক জয়িতা মহলানবীশ বলেন, ‘নাটকটির দর্শকপ্রিয়তা রয়েছে। কালিদাসের জীবননির্ভর এই নাটকটি এক অর্থে জ্ঞানের আলো প্রজ্জ্বলিত করে বলেই আমার বিশ্বাস।’

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জয়িতা মহলানবীশ, মো. নজরুল ইসলাম, সংযুক্তা শুভ্রা, আদিব মজলিশ খান, রুদ্র রায় অপু, মো. শাপলুর রহমান দিপু, শেখ আদিব নাহিয়ান এবং এম পারভেজ।

এ বিভাগের আরো খবর