বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিল্পকলায় মঞ্চস্থ হবে ‘কহে ফেসবুক’

  •    
  • ২৭ নভেম্বর, ২০২০ ১৭:৫০

মানুষের চিরদিনের চাওয়া তো একটাই- ছোঁয়া, স্পর্শ। কিন্তু স্পর্শহীন জীবনেরই গল্প ‘কহে ফেসবুক’।

আরণ্যক নাট্যদলের ৬৩ তম প্রযোজনা হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘কহে ফেসবুক’।শনিবার সন্ধ্যা ৭টায় একাডেমির মূল থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত হবে।

নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। এই নাটকটির গল্প এগিয়েছে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ঘিরে।

প্রযুক্তিনির্ভরতার এই যুগে মানুষের আতুরঘর থেকে কবরস্থান পর্যন্ত সর্বত্রই দখল করে নিয়েছে ইন্টারনেট। এই বেগময় অন্তর্জালীয় যোগাযোগ ব্যবস্থার বিশাল সমুদ্রে ফেসবুক একটি জনপ্রিয় মাধ্যম।

ফেসবুক তৈরি করেছে এক অদৃশ্য জগৎ; যা ভার্চুয়াল ওয়ার্ল্ড নামে পরিচিত। এর ব্যাপ্তি এবং ঘাত এতটাই তীব্র যে এর প্রভাব পরিবার, সমাজ সর্বোপরি মানবিক জীবন থেকে আবেগ, অনুভূতি ও ভালোবাসা বিলুপ্ত করে মানুষকে পরিণত করেছে জৈবিক রোবটে।

ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমনির্ভর করপোরেট জগতের প্রতিটি মানুষ ও তাদের যাপিত জীবন তার চাক্ষুস উদাহরণ। অতি সহজে ও স্বল্প সময়ে সেখানে সবকিছু পাওয়া গেলেও একটি জিনিসের অভাব, সেটি হলো- ‘স্পর্শ’।

মানুষের চিরদিনের চাওয়া তো একটাই- ছোঁয়া, স্পর্শ। কিন্তু স্পর্শহীন জীবনেরই গল্প ‘কহে ফেসবুক’।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কামরুল হাসান, আরিফ হোসেন আপেল, জোবায়ের জাহিদ, তাজউদ্দিন তাজু, শফিকুল ইসলাম ইমরানসহ অনেকে।

এ বিভাগের আরো খবর