বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘সোনার মানুষ’ চায় শিল্পকলা একাডেমি

  •    
  • ২৫ নভেম্বর, ২০২০ ১৮:১৫

সামাজিক সমস্যা দূর ও নান্দনিক বাংলাদেশ গড়তে সম্প্রতি পাঁচটি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে সোনার মানুষের দেশ হিসেবে দেখতে চায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ লক্ষ্যে কর্মসূচিও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

সামাজিক সমস্যা দূর ও নান্দনিক বাংলাদেশ গড়তে সম্প্রতি পাঁচটি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এগুলো হলো ‘মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি’, ‘দুঃখী মানুষের মুখে হাসি ফোটাব’, ‘সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প’, ‘২০৪১: বাংলাদেশ হবে নান্দনিক’ ও ‘সোনার মানুষ চাই’।

দেশের ক্রান্তিকালে সাধারণ মানুষকে সাহস ও প্রেরণা জুগিয়েছে সাংস্কৃতিক কর্মীরা। আর সেই সাংস্কৃতিক ঐতিহ্যের পরম্পরাকে গণমানুষের কাছে তুলে ধরতে চায় শিল্পকলা।

এ বিষয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী নিউজবাংলাকে বলেন, এই কর্মসূচিগুলো সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তেও জোরালো ভূমিকা রাখবে। সেই সঙ্গে এগুলো সমাজের নানা সমস্যা মোকাবিলা করবে।

একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ নিউজবাংলাকে জানান, এরই মধ্যে বিভিন্ন জেলায় এ কর্মসূচিগুলো শুরু হয়েছে।

এ বিভাগের আরো খবর