অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফসানা মিমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পেয়েছেন। তিন বছরের জন্য এই পদে তিনি থাকবেন।
১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আফসানা মিমিকে চুক্তিভিত্তিতে শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ দেয়া হয়।
আফসানা মিমি তার অভিনয় জীবন শুরু করেন মঞ্চনাটকের মধ্য দিয়ে। নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে তিনি কাজ শুরু করেন।
১৯৯০ সালের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিকে অভিনয় দিয়ে মিমি টেলিভিশনে অভিনয় জীবন শুরু করেন। এ ছাড়া তিনি ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘প্রিয়তমেষু’ সিনেমায় অভিনয় করেছেন।
বর্তমানে নাটক পরিচালনা করছেন আফসানা মিমি। ‘ডলস হাউস’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘সমান্তরাল’ তার পরিচালিত নাটকের মধ্যে অন্যতম।