নুহাশপল্লীতে নানা আয়োজনে উদযাপন হলো জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন।
জন্মদিনের প্রথম প্রহরে লেখকের সমাধিতে এক হাজার একটি মোমবাতি জ্বালিয়ে কর্মসূচি শুরু হয়।
সকালে কবর জিয়ারত করে হুমায়ূনের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। পরে লেখকের ম্যুরালের সামনে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিল লেখকের পুত্র নিষাদ ও নিনিত।
সমাধিতে ফুল দিয়ে লেখকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছবি: নিউজবাংলা
হুমায়ূন আহমেদের স্বপ্ন ধীরে ধীরে পূরণ হচ্ছে জানিয়ে তার স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, ‘নতুন প্রজন্ম হুমায়ূন আহমেদের লেখা পাঠ করছেন। তার লেখার রস, বোধ ও মানবিকতার সাথে পরিচিত হচ্ছেন এটা বিস্ময়কর।
হুমায়ূন ভক্তরা ভালোবাসা ও শ্রদ্ধায় তাকে স্মরণ করে যাবেন বলে জানান অভিনেত্রী শাওন।।
হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান এই বরেণ্য কথাসাহিত্যিক।