বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বইমেলার স্পন্সর খুঁজছে বাংলা একাডেমি

  •    
  • ৯ নভেম্বর, ২০২০ ১৯:০০

বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিবরণী (স্পন্সর) বুধবার ১১ নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের পঞ্চম তলার হিসাবরক্ষণ ও বাজেট উপবিভাগ থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও দেশীয় প্রতিষ্ঠানগুলোকে অমর একুশে বইমেলার স্পন্সর হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বইমেলা আয়োজনে সার্বিক সহযোহিতার জন্য দেশীয় ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান/ব্যাংক/বীমা/আর্থিক প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট দেশীয় প্রতিষ্ঠানের নিকট থেকে বাংলা একাডেমি স্পন্সর গ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিবরণী (স্পন্সর) বুধবার ১১ নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের পঞ্চম তলার হিসাবরক্ষণ ও বাজেট উপবিভাগ থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।

ইভেন্ট ব্যবস্থাপনায় আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে পরদিন বেলা ১২ টার মধ্যে প্রস্তাব জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাপ্ত প্রস্তাবসমূহ বিবেচনা করে একাডেমির ইভেন্ট ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান তালিকা চূড়ান্ত করবে। ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ও স্পন্সর গ্রহণ সংক্রান্ত যে কোনো বিষয়ে বাংলা একাডেমির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

২০২১ এর এই বইমেলা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিভাগের আরো খবর