‘দূর কর দুঃশাসন দুরাচার, জনতা জেগেছে যে দুর্বার’- এই স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজ প্রগতিতে উদীচীর অবদান নিয়ে আলোচনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীম উদ্দিন খান ও উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
গোলাম মোহাম্মদ ইদু বলেন, দেশের প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন উদীচী। সুষ্ঠু ধারার সাংস্কৃতিক চর্চার পাশাপাশি উদীচী সমাজ প্রগতিতে তার সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাচ্ছে।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন, মিজানুর রহমান সুমন ও শিখা সেনগুপ্তা।
নৃত্য পরিবেশন করেন আদৃতা আনোয়ার প্রকৃতি ও মৃত্তিকা আনোয়ার প্রভা।
এরপর ছিল নাজমুল হকের নির্দেশনায় পথ নাটক ‘সময়ের আর্তনাদ’।
১৯৬৮ সালের ২৯ অক্টোবর সাম্যবাদী অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটি তার কার্যক্রম শুরু করে।