আশার আলো জ্বালিয়ে শিল্পের অমৃত জগতে শিল্পীরা ফিরবেই- এমনই প্রত্যাশা আর সৃজন স্পৃহার আলো ছড়িয়ে তিন শতাধিক শিল্পীর শিল্পকর্ম নিয়ে শুরু হলো ‘করোনার বিরুদ্ধে শিল্প’ প্রদর্শনীর।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার এক ও দুই নম্বর গ্যালারিতে মাসব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন এবং বরেণ্য চিত্রশিল্পী জামাল আহমেদ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, করোনার সময় আমাদের শিল্পীদের দুর্দিনে ‘করোনার বিরুদ্ধে শিল্প’ শীর্ষক এই আয়োজন সত্যিই প্রসংশনীয় এবং ভবিষ্যতের জন্য অনুকরণীয় বিষয়।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, করোনার সময় সারা পৃথিবীতে অন্য কোথাও এরকম আয়োজন হয়েছে বলে আমাদের জানা নেই। শিল্পীদের নিয়ে মহতি এই উদ্যোগের জন্য আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাই।
আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারফর্মিং আর্ট।
দেশের তিনশ ২৫ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত।
স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।