কিছু চিত্রকর্ম অমূল্য। দাম বেশি বলে নয় বরং যে শিল্পী ছবিটি একেঁছেন তিনি এতই জগদ্বিখ্যাত যে তার ছবি কেনা যাবে, এমনটা ভাবাই যায় না।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে সান্দ্রো বত্তিচেল্লির ‘দ্য বার্থ অফ ভেনাস’ বা ‘প্রিমেভেরা’র কথা। ইতালিতে রেনেসাঁর প্রথম দিকে আঁকা ছবি দুটো ঠাঁই পায় দেশটির ফ্লোরেন্স শহরের উফিৎজি গ্যালারিতে।
পঞ্চদশ শতাব্দী থেকে দ্য বার্থ অফ ভেনাস ও প্রিমেভেরা দর্শকদের মুগ্ধই করে আসছে।
দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, ১৪৭০ অথবা ১৪৮০ সালের শুরুতে বত্তিচেল্লির আঁকা ‘ইয়ং ম্যান হোল্ডিং এ রাউন্ডেল’ আগামী জানুয়ারিতে নিলামে তুলছে বিশ্বের অন্যতম নিলামকারী প্রতিষ্ঠান সদবি’জ। ছবিটির দাম হাঁকা হয়েছে আট কোটি ডলার।
ছবিতে দেখা যায়, দর্শকদের দিকে তাকিয়ে স্মিত হাসছেন ফ্লোরেন্সের এক তরুণ। তার পরনে আছে শক্তভাবে বোতাম আটকানো কোট। পোশাক দেখে বোঝা যায়, তিনি সম্ভ্রান্ত পরিবারের। সাদামাটা ব্যাকগ্রাউন্ড ছবিটিকে আধুনিক করে তুলেছে।
ইয়ং ম্যান হোল্ডিং এ রাউন্ডেলের বর্তমান মালিক ১৯৮২ সালে ছবিটি কেনেন। ধারণা করা হচ্ছে, নিলামে ছবিটি বিক্রি করে আট হাজার শতাংশ মুনাফা করবেন তিনি।
গত ৫০ বছরে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট, ওয়াশিংটনের দ্য ন্যাশনাল গ্যালারি অফ আর্ট ও লন্ডনের রয়েল অ্যাকাডেমি অফ আর্টসে ছবিটি প্রদর্শিত হয়।