বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় সাতক্ষীরার কয়েকটি সীমান্ত এলাকা থেকে ৯টি বন্য প্রাণী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার হওয়া বন্য প্রাণীর মধ্যে রয়েছে দুটি ভোঁদড়, ছয়টি খরগোশ ও একটি ঈগল। শনিবার বিভিন্ন সময় এগুলোকে উদ্ধার করা হলেও কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।
বিজিবি ৩৩ ব্যাটালিয়ন কার্যালয়ে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এসব তথ্য জানান ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ।
মোহাম্মদ আল মাহমুদ জানান, চোরাকারবারিরা এসব বন্য প্রাণী সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। সীমান্তে বিজিবির নিয়মিত টহলের সময় প্রাণীগুলোকে উদ্ধার করা হয়। তবে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, বন বিভাগের পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা সুলতান আহম্মেদ ও ফরেস্ট গার্ড দেলোয়ার হোসেনের কাছে এসব বন্য প্রাণী হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন, ‘সুন্দরবনের বন্য প্রাণী রক্ষায় বন বিভাগ সব সময় তৎপর রয়েছে। এর মধ্যেই চোরা শিকারিরা মাঝেমধ্যে বন্য প্রাণী শিকার করে। এ বিষয়ে বন বিভাগের তৎপরতা বৃদ্ধি করা হবে।’
তিনি জানান, ওই ৯টি বন্য প্রাণীকে দ্রুত সময়ের মধ্যে সুন্দরবনে অবমুক্ত করা হবে।