বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধ চায় সিপিবি

  •    
  • ১৩ আগস্ট, ২০২১ ২২:৫৯

সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণের যে উদ্যোগ সরকার নিয়েছে, তাতে জনগণের মতামত প্রতিফলিত হয়নি। জনমত গ্রহণ না করে সরকার সম্পূর্ণ কর্তৃত্ববাদী সিদ্ধান্তে এ উদ্যোগ নিয়েছে। এর ফলে চট্টগ্রামবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে। একমাসের বেশি সময় ধরে সিপিবিসহ প্রায় সব রাজনৈতিক দল, পেশাজীবী-সাংস্কৃতিক সংগঠন সভা-সমাবেশ করে এ উদ্যােগ বাতিলের দাবি করে আসছে। সরকার তাতে কর্ণপাত করছে না।

চট্টগ্রামে সিআরবি ধ্বংস করে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর হাজারী লেনে দলীয় কার্যালয়ে সিপিবির জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সভা থেকে এ দাবি জানানো হয়।

সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল নবী এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ আলম, সদস্য মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহা এবং সম্পাদকমণ্ডলীর সদস্য মো. মছিউদ্দৌলা, মোহাম্মদ জাহাঙ্গীর, অমৃত বড়ুয়া, উত্তম চৌধুরী ও নুরুচ্ছফা ভূঁইয়া।

সভায় শাহ আলম বলেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণের যে উদ্যোগ সরকার নিয়েছে, তাতে জনগণের মতামত প্রতিফলিত হয়নি। জনমত গ্রহণ না করে সরকার সম্পূর্ণ কর্তৃত্ববাদী সিদ্ধান্তে এ উদ্যোগ নিয়েছে। এর ফলে চট্টগ্রামবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে। একমাসের বেশি সময় ধরে সিপিবিসহ প্রায় সব রাজনৈতিক দল, পেশাজীবী-সাংস্কৃতিক সংগঠন সভা-সমাবেশ করে এ উদ্যােগ বাতিলের দাবি করে আসছে। সরকার তাতে কর্ণপাত করছে না।

তিনি আরও বলেন, চট্টগ্রাম শহরের প্রাকৃতিক সৌন্দর্য্য আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অব্যাহতভাবে কাটা হচ্ছে পাহাড়। নদী দখল হচ্ছে। শহর থেকে হারিয়ে গেছে জলাশয়। শিশুদের খেলার মাঠ হারিয়ে গেছে। চট্টগ্রাম শহর ইট-পাথরের জঞ্জালে পরিণত হয়েছে। এতকিছুর পরও চট্টগ্রাম শহরে শুধু একটি জায়গা আছে সিআরবি, যা চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই সিআরবিকেও ধ্বংসের পাঁয়তারা চলছে।

আব্দুল নবী বলেন, সিআরবি এলাকা ব্রিটিশবিরোধী আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত। মুক্তিযুদ্ধে ৯ জন শহীদের কবর আছে এখানে। হাসপাতাল হলে সিআরবি নতুন নতুন দালান, অবকাঠামো, দোকানপাট, পার্কিং, ফার্মেসি, হোটেল-রেস্টুরেন্ট, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসা সংশ্লিষ্টদের জন্য আবাসিক ভবনে ছেয়ে যাবে। পুরো এলাকা জঞ্জালময় ও কোলাহলপূর্ণ হয়ে উঠবে।

তিনি বলেন, চট্টগ্রাম শহরে আর বেসরকারি হাসপাতালের প্রয়োজন নেই। এখন প্রয়োজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মতো একটি উন্নতমানের প্রতিষ্ঠান, যেখানে গরীব মানুষ চিকিৎসা সুবিধা পাবে। সিআরবির বাইরে চট্টগ্রাম নগরীর যে কোনো স্থানে সরকারি উদ্যােগে এমন একটি হাসপাতাল হোক ।

এ বিভাগের আরো খবর