বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সিআরবি নিয়ে ষড়যন্ত্র’

  •    
  • ৭ আগস্ট, ২০২১ ২১:৫৮

অধ্যাপক অনুপম সেন বলেন, ‘হেরিটেজ ঘোষিত চট্টগ্রামের সিআরবিতে হাসপাতালের নামে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ প্রকল্পের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। হেরিটেজ হিসেবে গেজেটভুক্ত হওয়া সিআরবিতে সাংস্কৃতিক ঐতিহ্য পরিবর্তন করে এ ধরনের স্থাপনা নির্মাণ আইন লঙ্ঘনের শামিল।’

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল চট্টগ্রামের সিআরবিতে স্থাপনা নির্মাণের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজ চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক ড. অনুপম সেন।

শনিবার দুপুর ১২টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-আইআইবি চট্টগ্রাম কেন্দ্রের নেতাদের সঙ্গে সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ চট্টগ্রামের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক অনুপম সেন বলেন, ‘হেরিটেজ ঘোষিত চট্টগ্রামের সিআরবিতে হাসপাতালের নামে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ প্রকল্পের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। হেরিটেজ হিসেবে গেজেটভুক্ত হওয়া সিআরবিতে সাংস্কৃতিক ঐতিহ্য পরিবর্তন করে এ ধরনের স্থাপনা নির্মাণ সাংবিধানিক আইন লঙ্ঘনের শামিল।’

সভায় চট্টগ্রামের প্রকৌশলীরা সিআরবি রক্ষার আন্দোলনে একাত্মতা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।

সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেন, ‘চট্টগ্রাম একসময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর ছিল। অপরিকল্পিত উন্নয়নের কারণে আমরা ঐতিহ্য অনেকটা হারিয়েছি। উন্মুক্ত জায়গা, খেলার মাঠ নেই বললেই চলে। একটিমাত্র উন্মুক্ত স্থান সিআরবি, যেখানে মানুষ প্রাণভরে শ্বাস নিতে পারে, সেটিও ধ্বংস করার পাঁয়তারা চালানো হচ্ছে।

‘সিআরবি কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষিত। এটি রাষ্ট্রপতির স্বাক্ষরিত গেজেটভুক্ত। সিআরবির সাংস্কৃতিক ঐতিহ্য পরিবর্তন করে আইন লঙ্ঘন করা যাবে না। ডিটেইল এরিয়া প্ল্যানে সিআরবি সংরক্ষণের সুপারিশ রয়েছে। এর প্রকৃতি নষ্ট করার অধিকার কারো নেই। আগামী প্রজন্মের জন্য যেকোনোভাবে সিআরবি রক্ষা করতে হবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আইআইবি চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী প্রবীর কুমার সেন।

সিআরবি রক্ষার আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমাদের বাঁচতে হলে প্রকৃতির নির্মল পরিবেশ দরকার। চট্টগ্রামের সেই পরিবেশ অনেকটা নষ্ট হয়ে গেছে। একমাত্র সিআরবি আছে। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেও সিআরবির মতো নান্দনিক সৌন্দর্যের প্রাকৃতিক পরিবেশ দেখা যাবে না। এখন তা ধ্বংস করা হচ্ছে। এটি ধ্বংস করতে দেয়া যাবে না।’

নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘সরকারি জায়গা জনগণের সম্পত্তি। জনগণের সম্পত্তিতে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা হবে না- এমন কোনো প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। সিআরবি রক্ষা করার বিষয়টি আইনিভাবে নির্ধারিত। তা রক্ষার জন্য আন্দোলন করতে হচ্ছে।

‘সিআরবিতে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামের আপামর মানুষ, সেবা সংস্থা, রাজনৈতিক দলের নেতা, সুস্থধারার প্রগতিশীল ব্যক্তিরা। যারা সিআরবিতে স্থাপনা নির্মাণ করতে চাইছে, তারা কি এতটাই শক্তিশালী?’

তিনি বলেন, ‘সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই একটি স্বার্থান্বেষী মহল সিআরবিতে স্থাপনা নির্মাণ করতে চাইছে। সিআরবিতে হাসপাতালের নামে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ প্রকল্পের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র চলছে। সিআরবিতে যে হাসপাতাল নির্মাণের প্রস্তাব হয়েছে, সেটি শুধু ধনীদের স্বার্থ রক্ষার। এটি জনস্বার্থ পরিপন্থি প্রকল্প।’

নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্যসচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যানে সিআরবিকে কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। সিআরবি প্রোটেকটেড এরিয়া হিসেবে সংরক্ষণের নির্দেশ দেয়া হয়। সেই হিসেবে সিআরবিকে কমার্শিয়ালি ব্যবহারের জন্য অনুমতি দেয়া যাবে না।’

সভায় বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার, আইআইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী মো. হারুন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন নাগরিক কমিটির কো-চেয়ারম্যান মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, নুরুল আলম মন্টু, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুসহ অনেকে।

এ বিভাগের আরো খবর