মৌলভীবাজার থেকে র্যাবের সহযোগিতায় দুটি বাঁশ ভল্লুক, একটি শকুন ও একটি বানর উদ্ধার করেছে বন বিভাগ।
শ্রীমঙ্গল শহরের জালিয়া রোডের শ্রীমঙ্গল বার্ডক্লাব ও ব্রিডিং সেন্টার থেকে বুধবার বেলা ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফের (Stand For Our Endangered Wildlife) মাধ্যমে বন্য প্রাণী আটকে রাখার খবর পায় বন বিভাগ। এরপর তারা র্যাবকে নিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘প্রাণীগুলো অবৈধভাবে বন্দি করে রাখা হয়েছিল। আমরা এগুলো উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রেখেছি। পরে অবমুক্ত করা হবে।
‘প্রাণীগুলো কীভাবে কোথা থেকে আনা হয়েছে এবং এগুলো দিয়ে কী করা হবে তা জানার চেষ্টা চলছে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্য প্রাণী বিশেষজ্ঞ ড. মনিরুল এইচ খান জানান, বাঁশ ভল্লুক নিশাচর প্রাণী। এরা দিনে গাছের ওপর ঘুমায়। সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য এলাকার গভীর জঙ্গলে এদের পাওয়া যায়।