রাঙামাটির রাজবন বিহারের বানরগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার দেয়া হয়েছে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান রাজবন বিহারে বুধবার সকালে গিয়ে বানরগুলোকে এক ব্যাগ মিষ্টিকুমড়া ও এক ব্যাগ বাদাম বিলিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।
বিহারের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা বলেন, করোনার কারণে বিহারে পুণ্যার্থীদের আনাগোনা কমে গেছে বলে বানরগুলোও তেমন খাবার পাচ্ছে না। মাঝে মাঝে ভিক্ষু-শ্রামণের জন্য নিয়ে আসা খাদ্যের অবশিষ্ট অংশ বানরদের দেয়া হয়।
এ ছাড়া প্রতি শুক্রবার বিকিরন চাকমা নামের এক পুণ্যার্থী বানরদের জন্য খাবার নিয়ে আসেন। তবে বানরের সংখ্যা বাড়তে থাকায় এই পরিমাণ খাবার যথেষ্ট ছিল না। বানরগুলোর এই খাদ্যসংকটের কথা জেনে জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে আসেন।
ডিসি মিজানুর বলেন, বিহার পরিচালনা কমিটি চাইলে নিয়মিতই বানরগুলোর জন্য খাবার পাঠানো যাবে।